• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেটফ্লিক্সের ঝুলিতে দুইটি অস্কার

  প্রযুক্তি ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৩
জোয়াকিন ফিনিক্স ও লরা ডার্ন
অস্কার জয়ী জোয়াকিন ফিনিক্স ও লরা ডার্ন (ছবি : সম্পাদিত)

অস্কারে এবার নেটফ্লিক্সের ২৪টি কনটেন্ট মনোনয়ন পেলেও তাদের ঝুলিতে মাত্র ২টি অস্কার এসেছে। অস্কারের মঞ্চে সেরা সাপোর্টিং রোল ও ডকুমেন্টারি ফিচার ফিল্মের জন্য স্ট্রিমিং সাইটটির নাম উচ্চারিত হয়।

নেটফ্লিক্সের অরিজিনাল কনটেন্ট ‘ম্যারেজ স্টোরি’ সিনেমাটি ৬টি মনোনয়ন পেয়েছিল। তবে এই সিনেমাটি ১টি পুরস্কার পেয়েছে। আর তা পেয়েছেন বেস্ট সাপোর্টিং রোল ক্যাটেগরিতে লরা ডার্ন।

অপরদিকে ‘আমেরিকান ফ্যাক্টরি’ বেস্ট ডকুমেন্টারি ফিচার বিভাগে পুরস্কার পেয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা ডকুমেন্টারির প্রোডাকশনের সঙ্গে জড়িত ছিলেন।

অন্যদিকে নেটফ্লিক্সের আরেক সিনেমা ‘দ্য আইরিশ ম্যান’ ১০টি মনোনয়ন পেলেও কোনো পুরস্কার পায়নি। কিন্তু গত বছরের নেটফ্লিক্সের সিনেমা রোমা সেরা সিনেমাটোগ্রাফি, ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ও বেস্ট ডিরেক্টরের পুরস্কার অর্জন করে।

আরও পড়ুন : নেটফ্লিক্সে যেভাবে অটোপ্লে বন্ধ করবেন

তবে ৯২তম অস্কারে দক্ষিণ কোরিয়ার ছবি প্যারাসাইট সেরা সিনেমা হিসেবে অস্কার পেয়ে বাজিমাত করেছে। এর সঙ্গে সিনেমাটির পরিচালকও পুরস্কার পেয়েছেন। আর জোকার খ্যাত জোয়াকিন ফিনিক্স সেরা অভিনেতা এবং রেনি জেলওয়েগার সেরা অভিনেত্রী হয়েছেন।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড