• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আড়াইশো কোটি ছাড়াল ফেসবুক ব্যবহারকারী

  প্রযুক্তি ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২২
ফেসবুক
ফেসবুক (ছবি : ইন্টারনেট)

সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৫০ কোটি ছাড়িয়েছে। গত বুধবার (২৯ জানুয়ারি) ফেসবুক এ ঘোষণা দিয়েছে।

গত বছরের শেষ প্রান্তিকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪৫ থেকে বেড়ে ২৫০ কোটিতে পৌঁছায়। এতে ফেসবুকের আয় বেড়েছে এবং শেয়ারের মূল্য কমেছে ৬ শতাংশ।

আইএনএস জানায়, ১৬২ কোটি থেকে রোজ ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ১৬৬ কোটিতে দাঁড়িয়েছে। অবশ্য গত বছর এই বৃদ্ধির হার ছিল ২ শতাংশ।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক সংবাদ সম্মেলনে বলেন, খুব ভালো একটি বছর পার হয়েছে। ব্যবসা ও কমিউনিটি ক্রমান্বয়ে বাড়ছে। কিন্তু যেখানে আগের বছর ৬১ শতাংশ নিট আয় বৃদ্ধি পেয়েছিল, সেখানে এ বছর মাত্র ৭ শতাংশ বেড়ে ৭৩০ কোটি ডলার হয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশের গর্ব সাইবার ইঞ্জিনিয়ার মর্তুজা আজম

এছাড়া ২৫ শতাংশ রাজস্ব বেড়ে ২ হাজার ১০৮ কোটি ডলারে পৌঁছেছে। আর গ্রাহকরা শেয়ার প্রতি ২ দশমিক ৫৬ ডলার আয় করছে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড