• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অর্থবছরের শুরুতেই প্রত্যাশা ছাড়িয়েছে আইফোন

  প্রযুক্তি ডেস্ক

৩০ জানুয়ারি ২০২০, ১১:৪৮
অ্যাপল
অ্যাপল (ছবি : সংগৃহীত)

অর্থবছরের প্রথম প্রান্তিকেই আইফোন ১১ এর বিক্রি জোরালো হওয়ায় প্রত্যাশা ছাড়িয়েছে আইফোনের আয়। মোট ৫ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার আয় হয়েছে আইফোন থেকে।

১ বছর আগের চেয়ে আইফোন থেকে অ্যাপলের আয় ৮ শতাংশ বেড়েছে। এ খাতে গত বছরের ৪র্থ প্রান্তিকে অ্যাপলের আয় ছিল ৩ হাজার ৩৩৬ কোটি মার্কিন ডলার। তবে বিশ্লেষকদের ধারণা ছিল, চলতি বছরের প্রথম প্রান্তিকে আইফোন থেকে ৫ হাজার ১৬২ কোটি ডলার আয় হবে।

এ বিষয়ে অ্যাপল প্রধান টিম কুক বলেন, বাজারে আইফোন ১১ ও আইফোন ১১ প্রো এর ভালো চাহিদা রয়েছে। গ্রাহক আইফোন ১১ এর নকশা, ব্যাটারি লাইফ ও ক্যামেরাকে ভালোবেসেছে। অ্যাপল ডিভাইসটি সঠিক দামেই আনতে পেরেছে।

এ দিকে অর্থবছরের প্রথম প্রান্তিক ছুটির মৌসুম হওয়ায় বছরের অন্যান্য সময়ের চেয়ে এ মৌসুমে আয় বেশি হয়। অ্যাপল আইফোনের পাশাপাশি পরিধেয় ডিভাইস এবং অন্যান্য সেবায় ব্যবসার পরিধিও বাড়িয়েছে। তবে এখনো আইফোনই প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য। এ খাত থেকেই আইফোনের আয়ের সবচেয়ে বড় অংশ আসে।

আরও পড়ুন : আবারও আপডেট এনেছে উইন্ডোজ ৭

এ বছর প্রতিষ্ঠানটি ৪টি নতুন আইফোনও আনতে পারে। এর মধ্যে ফাইভজি আইফোন মডেলও থাকতে পারে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড