• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডানা মেলেছে দীর্ঘতম ডানার বোয়িং ৭৭৭এক্স

  প্রযুক্তি ডেস্ক

২৭ জানুয়ারি ২০২০, ১৫:৪৫
বোয়িং ৭৭৭এক্স
ছবি : দীর্ঘতম ডানার বোয়িং ৭৭৭এক্স

বিশ্বের সবচেয়ে বড় দুই ইঞ্জিনের যাত্রীবাহী উড়োজাহাজ বোয়িং ৭৭৭এক্স প্রথমবারের মতো সফল উড্ডয়ন শেষ করেছে। ৭৩৭ ম্যাক্স নিয়ে অনিশ্চয়তার মধ্যেও বোয়িং নতুন এই উড়োজাহাজটির পরীক্ষা চালিয়েছে।

৭৭৭এক্স তিনবার চেষ্টার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলের পাশেই একটি রানওয়ে থেকে প্রথমবারের মতো ডানা মেলে সফল হয়। প্রথম দুইটি পরীক্ষামূলক ফ্লাইট তীব্র বাতাসের কারণে বাতিল করা হয়।

নতুন এই বোয়িং মডেলটির আনুষ্ঠানিক নাম হবে ৭৭৭-৯। ৭৭ মিটার দৈর্ঘ্যের এই উড়োজাহাজটি মোট ৪০০ জন যাত্রী বহন করতে পারবে।

উড়োজাহাজটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ ডানা দুটির প্রান্ত ভাঁজ করে রাখা যাবে। ফলে এটি অন্যান্য উড়োজাহাজের পার্কিংয়েই রাখা যাবে।

আরও পড়ুন : অ্যাপলের ব্রাউজারে ত্রুটি!

সফল পরীক্ষার পর বোয়িংয়ের নির্বাহী কর্মকর্তা স্ট্যান ডিল বলেন, ‘এটি আমাদের জন্য একটি গর্বের দিন। এটি আমাদের সব কর্মীকে আরেকবার গর্বিত করেছে, আমরা কারা এবং আমরা কী করি তা আরেকবার দেখিয়েছে, সম্পূর্ণ নতুন একটি উড়োজাহাজ ওড়ানোর মাধ্যমে যা বিশ্বকে আরেকবার বদলে দিতে পারে।’

ধারণা করা হচ্ছে, উড়োজাহাজটি ২০২১ সাল থেকে সেবা দেওয়া শুরু করবে। প্রতিটি উড়োজাহাজের দাম প্রায় ৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার হতে পারে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড