• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যেভাবে গুগল পে থেকে প্রতারকদের দূরে রাখবেন

  প্রযুক্তি ডেস্ক

২৭ জানুয়ারি ২০২০, ১২:৩৪
গুগল পে পেমেন্ট সার্ভিস
গুগল পে পেমেন্ট সার্ভিস (ছবি : সংগৃহীত)

দিন দিন ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা বেড়েই চলেছে। এর মাধ্যমে পকেটে টাকা না থাকলেও স্মার্টফোন থেকেই পেমেন্ট করা যাচ্ছে, যা আমাদের জীবনকে সহজ করেছে। কিন্তু প্রতারকরা এই ডিজিটাল প্লাটফর্মগুলোরই সুবিধা নিচ্ছে। তবে একটু সাবধান থাকলেই গুগল পে এর মতো ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে আমরা প্রতারকদের হাত থেকে সুরক্ষিত থাকতে পারি।

সুরক্ষিত থাকার জন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে-

- স্মার্টফোন ওপেন করে নিচে থেকে স্লাইড করুন। সেখানে কাকে টাকা পাঠিয়েছেন এবং কে টাকা পাঠিয়েছে সে তালিকা দেখতে পাবেন।

- তালিকা থেকে যে কোনো ব্যক্তিকে ব্লক করে দেওয়া যায়। এজন্য কনটাক্টের ওপরে ট্যাপ করুন। যদি নম্বরটি আপনার কনটাক্ট লিস্টে সেভ থাকে তাহলে ডান দিকের ৩টি ডটে ট্যাপ করলেই ব্লক অপশন চলে আসবে।

- আর যদি সেভ না থাকে তাহলে নিজে থেকেই ব্লক অপশন চলে আসবে।

আরও পড়ুন : টুইটার অ্যাপস হালনাগাদে সতর্কতা

এই প্রক্রিয়ার কিছু খারাপ দিকও আছে। আপনি যদি কোনো ব্যক্তিকে গুগল পে পেমেন্ট সার্ভিসে ব্লক করেন তাহলে গুগল ফটোস ও হ্যাংআউটসহ সকল প্রোডাক্টে ঐ ব্যক্তি ব্লক হয়ে যাবে। এর মধ্যে কয়েকটি সার্ভিসে তো একবার ব্লক করলে আর আনব্লক করার সুযোগও নেই।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড