• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

দর্শনার্থীতে ভরপুর ডিজিটাল বাংলাদেশ মেলা

  প্রযুক্তি ডেস্ক

১৭ জানুয়ারি ২০২০, ১৩:৪৯
ডিজিটাল বাংলাদেশ মেলা
ছবি : ডিজিটাল বাংলাদেশ মেলায় দর্শনার্থীদের ভিড়

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী আয়োজিত ডিজিটাল বাংলাদেশ মেলা দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল ১০টা থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছে মেলায়।

‘বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’ শুরু হয়েছে। এই মেলায় প্যারেন্টাল কন্ট্রোল, ট্রিপল প্লে (এক ক্যাবলে ফোন লাইন, ইন্টারনেট ও টেলিভিশন সংযোগ), মোবাইল অ্যাপ, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ও নতুন ডিজিটাল প্রযুক্তি প্রদর্শন করা হবে। মেলাতে জেডটিই, হুয়াওয়ে, নকিয়া ও এরিকসন তাদের ফাইভ জি প্রযুক্তি দেখাচ্ছে। এর সঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইট টেলিমেডিসিন ও এটিএম সেবাও দেখানো হচ্ছে।

মেলায় আসা দর্শনার্থী মারজানা বলেন, ‘মেলায় এসে পঞ্চম প্রজন্মের (ফাইভ জি) মোবাইল ফোন নেটওয়ার্ক প্রযুক্তির বিভিন্ন দিক ও সরকারি বিভিন্ন সেবা কীভাবে নিতে হবে জেনে ভালো লেগেছে। প্রযুক্তি সম্পর্কে সকলকে জানানোর জন্য এটি একটি ভালো উদ্যোগ।’

এ মেলায় ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক বিনির্মাণে অগ্রগতি, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং পরিবর্তিত বিশ্বে নতুন সভ্যতার কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, রোবটিকস, বিগডেটা, ব্লকচেইন ও পঞ্চম প্রজন্মের (ফাইভ জি) নেটওয়ার্ক প্রযুক্তির বিস্ময়কর প্রভাব উঠে এসেছে।

আরও পড়ুন : ফাইভ জি দেখানো হবে ডিজিটাল বাংলাদেশ মেলায়

মেলাতে ২৫টি স্টল, ২৯টি মিনি প্যাভিলিয়ন ও ২৮টি প্যাভিলিয়ন রয়েছে। এতে ইন্টারনেট সংযোগদাতাসহ ৮২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশের জন্য দর্শনার্থীরা অনলাইনের মাধ্যমে বা মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে নিবন্ধন করতে পারবেন।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড