• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

অফিশিয়াল সাপোর্ট পাচ্ছে না আর উইন্ডোজ ৭

  প্রযুক্তি ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ১৩:৪৪
উইন্ডোজ ৭
ছবি : উইন্ডোজ ৭

প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট উইন্ডোজ ৭ এ অফিশিয়াল সাপোর্ট পাঠানো বন্ধ করে দিয়েছে।

গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা কম্পিউটারের সুরক্ষায় আর কোনো সিকিউরিটি আপডেট বা প্যাচ পাচ্ছেন না। অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থায় যদি কোনো ত্রুটি দেখা দেয় তবে মাইক্রোসফট আর তা ঠিক করবে না।

স্ট্যাটকাউন্টার ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে উইন্ডোজ ৭ ব্যবহারকারীর সংখ্যা মোটেও কম না। এখনো প্রতি ৪ জনে ১ জন এই উইন্ডোজ ব্যবহার করে।

মাইক্রোসফট এক ব্লগ পোস্টে জানিয়েছে, পুরনো এই অপারেটিং সিস্টেম কেউ ব্যবহার করুক মাইক্রোসফট তা চায় না। কেউ যদি সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট ছাড়া উইন্ডোজ ৭ ব্যবহার করে, তবে কম্পিউটারে ভাইরাস ও ম্যালওয়্যার আক্রমণের শঙ্কা অনেক বেশি থাকবে।

আরও পড়ুন : সিইএস আসরে নজর কেড়েছে যেসব প্রযুক্তি পণ্য

এ বিষয়ে ক্যাস্পারেস্কি ল্যাবের সিকিউরিটি গবেষক ডেভিড এম জানিয়েছেন, সবাইকে এই অপারেটিং সিস্টেম যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়া উচিত।

আজ থেকে প্রায় ৯ বছর আগে উইন্ডোজ ৭ বাজারে এসেছিল। মাইক্রোসফট মূলত ব্যবসায়ী ও এন্টারপ্রাইজ ক্রেতাদের কথা মাথায় রেখেই এতোদিন পর্যন্ত আপডেট সেবা অব্যাহত রেখেছিল। কারণ অনেক প্রতিষ্ঠানেই ব্যবহৃত সফটওয়্যারগুলো শুধু উইন্ডোজ ৭ এ চলার উপযোগী ছিল।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড