• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজনৈতিক বিজ্ঞাপন চালিয়ে যাবে ফেসবুক

  প্রযুক্তি ডেস্ক

১১ জানুয়ারি ২০২০, ০৯:৩৯
ফেসবুক
ছবি : ফেসবুক

ফেসবুক কর্তৃপক্ষ রাজনৈতিক বিজ্ঞাপন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী রাজনৈতিক ব্যক্তিত্বরা চাইলে তাদের বিজ্ঞাপন মিথ্যা দাবি করতে পারবেন।

তারা ফেসবুকে অর্থ খরচ করে ইচ্ছামতো প্রচার চালাতে পারবেন। অপরদিকে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের জন্য কিছু নিয়ন্ত্রণের সুবিধাও দিচ্ছে। কী ধরনের বিজ্ঞাপন দেখতে ব্যবহারকারীরা আগ্রহী তা নির্ধারণ করে নেওয়ার সুযোগ পাবেন।

গত বছর থেকেই ফেসবুকের বিজ্ঞাপন নীতিমালা কঠোর সমালোচনার মুখে পড়ে। এ সমালোচনা শুরু হয় রাজনীতিবিদদের বিজ্ঞাপনে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারে ছাড় দেওয়ার ঘোষণা আসার পর থেকে।

আরও পড়ুন - গুগল ম্যাপসে যেভাবে স্পিডোমিটার চালু করবেন

ফেসবুকের ঘোষণা অনুযায়ী তাদের অ্যাড লাইব্রেরিতে আরও কিছু নতুন ফিচার সংযুক্ত হবে। এর মাধ্যমে রাজনীতিবিদরা কী বিজ্ঞাপন চালাচ্ছেন তা দেখা যাবে। বিজ্ঞাপনদাতা কত জনের কাছে তার বিজ্ঞাপন পৌঁছাতে চান সেটাও দেখা যাবে। বছরের প্রথম দিকেই এসব ফিচার সংযুক্ত হবে এবং এতে সার্চ ও ফিল্টারিং টুলও থাকবে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড