• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোবট বানাচ্ছে ঘণ্টায় ৩০০ পিজ্জা!

  প্রযুক্তি ডেস্ক

০৪ জানুয়ারি ২০২০, ১৪:৪৮
পিজ্জা
ছবি : রোবটের বানানো পিজ্জা

এখন রেস্তোরাঁর রান্নাঘরেও রোবটের দাপট পৌঁছে গেছে। রেস্তোরাঁর জন্য সিয়াটলভিত্তিক মার্কিন স্টার্টআপ পিকনিক এআই সফটওয়্যার নিয়ন্ত্রিত একটি রোবট বানিয়েছে।

এই রোবটটি ঘণ্টায় ১৮ ইঞ্চির ১৮০টি ও ১২ ইঞ্চির ৩০০টি পিজ্জা বানাতে পারে। এতে আছে এআই সফটওয়্যার, ক্লাউড ও ডিপলার্নিং প্রযুক্তি যা কম সময়ে বেশি পিজ্জা বানাতে পারে।

পিজ্জা তৈরির রোবটটি যুক্তরাজ্যের বিখ্যাত ক্যাটারিং সেবা সেন্টারপ্লেট কিনে নিয়েছে। তাদের অ্যাপে গিয়ে ক্রেতারা শুধু পিজ্জার আকার ও সংখ্যা জানালেই হাতের স্পর্শ ছাড়া তৈরি হবে পিজ্জা।

আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) লাস ভেগাসে কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস) শুরু হবে। ৪ দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে রোবটটি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মী ও দর্শনার্থীদের জন্য পিজ্জা বানাবে।

সিয়াটলভিত্তিক মার্কিন স্টার্টআপ পিকনিকের সিইও ক্লেটন উডের মতে, বেশিরভাগ রোবটই প্রদর্শনীর জন্য সিইএসে আনা হয়। রোবট দিয়ে ভবিষ্যতে কী কী করা সম্ভব সেটাই এখানে দেখানো হয়।

অপরদিকে সেন্টারপ্লেটের সিইও জানিয়েছেন, রোবট দিয়ে দ্রুত গতিতে খাবার বানানো যাবে। আর সেবার মানও ভালো হবে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড