• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘অকুলাস মিডিয়াম’ কিনে নিয়েছে অ্যাডবি

  প্রযুক্তি ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ১৫:০৭
অকুলাস মিডিয়াম
ছবি : অকুলাস মিডিয়াম

অ্যাডবি ফেসবুকের ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার ‘অকুলাস মিডিয়াম’ কিনে নিয়েছে। থ্রিডি ভাস্কর্য নির্মাণ করাই মূলত সফটওয়্যারটির বিশেষত্ব।

ভার্চুয়াল রিয়েলিটি প্রোজেক্ট অকুলাস ভিআর তৈরি করতে ফেসবুক অনেক অর্থ ব্যয় করেছিল। এমন সফটওয়্যার নিয়ে ফেসুবকের বিরূপ অভিজ্ঞতা হয়েছিল। ‘অকুলাস স্টোরি স্টুডিও’ নামে ফেসবুক একটি উন্নয়ন করেছিল যা জনপ্রিয়তা না পাওয়ার জন্য বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তখনও সফটওয়্যারটি বিক্রির কোনো চেষ্টা না করে শুধু কর্মী ছাটাই করা হয়েছিল।

কিন্তু এতো দিন পর ফেসবুক অকুলাস মিডিয়াম বিক্রি করে দিয়েছে। আর অ্যাডবি ছবি, ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে বড় একটা বাজার ধরে রেখেছে। অনেকেই ধারণা করছে, অ্যাডবির হাতে যাওয়ায় অকুলাস মিডিয়ামের ভবিষ্যত অনেক ভালো হতে বাধ্য।

সম্প্রতি ফেসবুককে গেম সংশ্লিষ্ট ভিআর কনটেন্টের দিকে ঝুঁকতে দেখা যাচ্ছে। আর তাই তো প্রতিষ্ঠানটি ভিআর গেম নির্মাতা ‘বিট সেবার’ এর নির্মাতা প্রতিষ্ঠান ‘বিট গেমস’কে কিনে নিয়েছে এবং গেম সংশ্লিষ্ট নয় এমন ভিআর কনটেন্টের পেছনে অর্থ বিনিয়োগ করাও বন্ধ করে দিয়েছে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড