• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেতার ম্যাগাজিন উত্তরণের ৪৫ বছর

  অধিকার ডেস্ক

০১ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৫
বাংলাদেশ বেতারের লোগো
বাংলাদেশ বেতারের লোগো (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ বেতারের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান ‘উত্তরণ’ ৪৫ বছরে পদার্পণ করেছে। ১৯৭৫ সালের ১ ডিসেম্বর এই বেতার ম্যাগাজিনের যাত্রা শুরু হয়। এ উপলক্ষে পয়লা ডিসেম্বর রবিবার (১ ডিসেম্বর) উত্তরণে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

প্রচারিত হবে ঢাকা ‘ক’ ৬৯৩ কিলোহার্জ, এফ. এম. ১০৬ মেগাহার্জ এ রাত ৯.০৫মি. থেকে ৯.৩০মি. পর্যন্ত এবং ঢাকা ‘খ’ ৬৩০ কিলোহার্জে ৯.০৫মি. থেকে শুরু হয়ে ১০.০০টা পর্যন্ত।

অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন শফিকুল ইসলাম বাহার ও রওনক জাহান। জনপ্রিয় এই ম্যাগাজিনের তত্ত্বাবধানে আছেন মো. সোহেল রানা ও প্রযোজনায় আছেন রাকিবা কবির।

উত্তরণের এই দীর্ঘ পথ চলার প্রেক্ষাপটে সোহেল রানা জানান, ‘এটি একটি বড় অর্জন। শ্রোতাদের অবিরাম ভালোবাসায় উত্তরণ আজ এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।’

উল্লেখ্য, ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ বাংলাদেশ বেতারের প্রথম ম্যাগাজিন, যা ৪৫ বছর ধরে ধারাবাহিকভাবে তার জনপ্রিয়তা ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখেছে। উত্তরণ শুনতে পাওয়া যাবে ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ ও এফএম ১০৬ মেগাহার্জে। শনিবার বাদে সপ্তাহের ছয়দিন রাত ৯টা পাঁচ মিনিট থেকে উত্তরণ প্রচারিত হয়।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড