• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

টুইটারের সিইওয়ের আস্থা নেই গুগলে!

  প্রযুক্তি ডেস্ক

০১ ডিসেম্বর ২০১৯, ১৪:১২
জ্যাক ডরসি
ছবি : টুইটারের সিইও জ্যাক ডরসি

টুইটারের সিইও জ্যাক ডরসি অনলাইনে কোনো কিছু খোঁজার জন্য গুগল সার্চ ব্যবহার করেন না।

সম্প্রতি তিনি টুইটারে লিখেন, ‘আমার পছন্দ ডাকডাকগো। গত কিছুদিন ধরে এটিই আমার ডিফল্ট সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হিসেবে এটি সত্যিই ভালো।’

তিনি গুগলের বদলে ডাকডাকগো নামের যে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করছেন, তা ২০০৮ সালে চালু হয়। ডাকডাকগো জানিয়েছে, তাদের প্রাইভেসি নীতিমালা খুবই সাধারণ। বিজ্ঞাপন দেখানোর জন্য তারা ব্যবহারকারীদের অনুসরণ করে না এবং আইপিও ট্র্যাক করে না। এমনকি ব্যবহারকারীদের কোনো ব্যক্তিগত তথ্যও তারা সংরক্ষণ করে না।

প্রতিষ্ঠানটি ২০১৫ সালে প্রথম ১ দিনে ১ কোটি সার্চের মাইলফলকে পৌঁছায়। এর ২ বছর পর ২ কোটির মাইলফলকে পৌঁছায় এবং এর ১ বছর পর ৩ কোটি সার্চের মাইলফলকে পৌঁছানোর রেকর্ড করেছে তারা।

যদিও গুগলের তুলনায় এই সংখ্যাকে যৎসামান্যই বলতে হয়। কারণ গুগলে প্রতিদিন ৩০০ কোটি বারের বেশি সার্চ হয়। তবে ডাকডাকগোয়ের কাছে এটি বিশাল প্রাপ্তি।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড