• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

যেভাবে বিকাশ অ্যাপ থেকেই কেনা যাবে ট্রেনের টিকিট

  প্রযুক্তি ডেস্ক

০১ ডিসেম্বর ২০১৯, ১৩:২৬
বিকাশ অ্যাপ
ছবি : সম্পাদিত

রেলস্টেশনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ট্রেনের টিকিট কেনার ঝামেলা থেকে মুক্তি দিতে সম্প্রতি দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ তাদের নতুন অ্যাপের মাধ্যমে ঘরে বসেই টিকিট কেনার সেবা চালু করেছে। চলুন জেনে নিই কীভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে টিকিট কেনা যাবে-

- প্রথমেই বিকাশ অ্যাপে লগইন করে ‘টিকিট’ অপশনে প্রবেশ করে ‘ট্রেন’ নির্বাচন করে ‘বাংলাদেশ রেলওয়ে’ অপশনে ওকে ক্লিক করলেই চলে আসবে ‘বাংলাদেশ রেলওয়ে ই-টিকেটিং সার্ভিস’।

- সেখানে রুট, তারিখ, যাত্রী সংখ্যা দিয়ে ট্রেনের নাম ও সময় দিয়ে ‘পারচেজ’ অপশনে ক্লিক করতে হবে।

- এরপর বাংলাদেশ রেলওয়ে পোর্টালে নিবন্ধনকৃত ইউজার নাম অথবা ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে ‘বাই টিকিটস’ এ কনফার্ম করে বাংলাদেশ রেলওয়ের টার্ম অ্যান্ড কন্ডিশনে ‘এগ্রি’ করতে হবে।

- এবার পেমেন্ট অপশন আসবে, যেখানে ইউজার বিকাশ অ্যাকাউন্ট দিলেই একটি ৬ সংখ্যার ভেরিফিকেশন কোড পাওয়া যাবে। এই কোডটি লিখে বিকাশ পিন নম্বর কনফার্ম করতে হবে।

ব্যস, টিকিট কেনা শেষ। এভাবে ঘরে বসেই ১ মিনিটে কিনে নিতে পারেন ট্রেনের টিকিট।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড