• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সূর্যের চেয়েও ১৩ গুণ বেশি উত্তাপ ছড়াবে চীনের ‘কৃত্রিম সূর্য’

  প্রযুক্তি ডেস্ক

২৯ নভেম্বর ২০১৯, ১১:২৭
সূর্য
ছবি : ইন্টারনেট

কৃত্রিম সূর্য তৈরিতে কাজ করছে চীনের বিজ্ঞানীরা। নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টরের মাধ্যমে তৈরি করা এই সূর্য অনেকটা সত্যিকারের সূর্যের মতোই কাজ করবে জানিয়েছেন তারা।

বিজ্ঞানীদের ধারণা, কৃত্রিম এই সূর্যের উত্তাপ বাস্তব সূর্যের চাইতেও ১৩ গুণ বেশি হবে। এর উত্তাপ হবে ২০০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বা ৩৬০ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট। বাস্তব সূর্যের উত্তাপ কেন্দ্রে ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বা ২৭ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট।

গত ২৬ নভেম্বর (মঙ্গলবার) নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টরের কাজ শেষ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, ২০২০ সালে এটি কার্যকর হবে।

চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কো-অপারেশন অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন ইনস্টিটিউট অব ফিজিক্সের বানানো এই কৃত্রিম সূর্যের নাম দেওয়া হয়েছে এইচএল-টুএম। রিঅ্যাক্টরটি বসানো হয়েছে দেশটির সিচুয়ান প্রদেশের লেসানে।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড