• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৭ মিনিটেই হবে ফুল চার্জ

  প্রযুক্তি ডেস্ক

২৫ নভেম্বর ২০১৯, ১৪:০৪
শাওমি
ছবি : শাওমির ১০০ ওয়াট সুপার চার্জ টার্বো টেকনোলজি

চলতি বছরের মাঝামাঝি থেকেই শাওমির ১০০ ওয়াট সুপার চার্জ টার্বো টেকনোলজির কথা শোনা যাচ্ছিল। যেখানে ৪ হাজার এমএইচ ব্যাটারির একটি স্মার্টফোন ১ ঘণ্টার বেশি সময় লাগে ফুল চার্জ হতে, সেখানে এই টেকনোলজির সাহায্যে মাত্র ১৭ মিনিটেই ফুল চার্জ হবে।

গত ২৩ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত একটি ডেভেলপার কনফারেন্সে শাওমি তাদের নতুন সুপার চার্জিং প্রযুক্তি ভিডিওর মাধ্যমে দেখিয়েছে। শাওমির ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে ৪,০০০ এমএএইচ ব্যাটারি ১৭ মিনিটে ০-১০০ শতাংশ চার্জ হচ্ছে এমনটাই ভিডিওতে দেখানো হয়েছে। উদাহরণস্বরূপ, ২০ মিনিটেরও কম সময়ে রেডমি নোট ৭, নোট ৮ সিরিজ ও রেডমি কে২০ সিরিজের স্মার্টফোনগুলো চার্জ হবে।

শাওমি জানিয়েছে, ৯টি ফোল্ড চার্জ প্রটেকশন এবং হাই ভোল্টেজ চার্জ পাম্পের সঙ্গে নিয়ে আসা হয়েছে ১০০ ওয়াট সুপার চার্জ টার্বো টেকনোলজি। এই ৯টি ফোল্ডের মধ্যে ৭টি ফোল্ড মাদারবোর্ডের সুরক্ষার জন্য এবং বাকি ২টি ফোল্ড ব্যাটারির সুরক্ষার জন্য ব্যবহৃত হয়েছে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড