• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কৃষকদের জন্য আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আনল রবি

  প্রযুক্তি ডেস্ক

২০ নভেম্বর ২০১৯, ১৪:২২
রবি
ছবি : কৃষকদের জন্য আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আনল রবি

কৃষকরা যেন প্রয়োজনীয় কৃষি বিষয়ক তথ্যাবলী ডিজিটাল উপায়ে সহজেই হাতে পেতে পারেন এর জন্য ‘এসিডিআই/ভিওসি’-এর সাথে একটি কৌশলগত চুক্তি সই করেছে রবি আজিয়াটা লিমিটেড। চুক্তির আওতায় কৃষকদের জন্য স্বল্পমূল্যের হ্যান্ডসেটের সাথে এক্সক্লুসিভ ডেটা বান্ডেল এবং একটি বিশেষায়িত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রদান করবে রবি।

কৃষকদের জন্য বিশেষভাবে তৈরি এই অনন্য সোশ্যাল প্ল্যাটফর্মটির মাধ্যমে কৃষকরা নিজেদের মধ্যে আরও সহজে তথ্য বিনিময়ের সুযোগ পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। প্ল্যাটফর্মটির মাধ্যমে কৃষকরা কৃষিকাজ সম্পর্কিত নানা অভিজ্ঞতা ও সফলতার কথা অন্যদের জানাতে পারবেন। এতে কৃষকরা সহজেই নিজেদের নানা সমস্যার সমাধান এবং উৎপাদন বৃদ্ধির জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবেন।

ইউএসএইড-এর অর্থায়নে পরিচালিত ফিড দ্যা ফিউচার রাইস অ্যান্ড ডাইভারসিটি ক্রপস অ্যাক্টিভিটি (আরডিসি) প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রবির সাথে সমন্বয়ের ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করছে এসিডিআই/ভিওসিএ।

রাজধানীর রবি কর্পোরেট অফিসে সম্প্রতি এসিডিআই/ভিওসিএ-এর গ্রুপ সিইও চার্লস জে হলের উপস্থিতিতে রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং আরডিসির চিফ অফ পার্টি কুয়ান ওপ্পারম্যান সমঝোতা স্মারকটি সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার রনি তোহমে, ডিজিটাল সার্ভিসেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী, জেনারেল ম্যানেজার এ এম সাখাওয়াত হোসেন, জেনারেল ম্যানেজার কানিজ ফাতেমা এবং আরডিসির টিম লিডার বিদৌরা খান ও সামি সরন এবং মার্কেট অ্যানালিস্ট মায়াজ কবির উপস্থিত ছিলেন।

এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদের (মালয়েশিয়া) একটি কোম্পানি হচ্ছে রবি আজিয়াটা লিমিটেড (রবি)। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মোবাইল নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার জন্য ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। রবিতে ভারতীয় এয়ারটেল এবং এনটিটি ডকোমো ইনকরপোরেশনের আংশিক মালিকানা রয়েছে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড