• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশের ৩২ প্রকল্প অংশ নেবে এপিকটায়

  প্রযুক্তি ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ১৪:৩৯
এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ড
(ছবি : ইন্টারনেট)

বাংলাদেশ থেকে ৩২টি প্রকল্প ও দল এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ডে (এপিকটা) অংশগ্রহণ করবে। ১৯ বারের মতো ভিয়েতনামের হা লং শহরে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৯৪ জন সদস্য আছেন।

৭ দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠান ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। ৩২টি প্রকল্প ও দলের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরাও থাকছেন।

আসরটিতে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, বিশ্ব দরবারে আমাদের তরুণদের দারুণ সব উদ্ভাবন এবং আইসিটি খাতে আমাদের সক্ষমতা তুলে ধরাই আসরে অংশগ্রহণের মূল উদ্দেশ্য। বিগত ১০ বছরে বাংলাদেশের আইসিটি খাতে যে ব্যাপক উন্নতি হয়েছে তা দেশ ছাড়িয়ে এখন বিদেশেও অবদান রাখছে। গত বছর এপিকটায় একটিতে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে আরও ৫টি ক্যাটাগরিতে বাংলাদেশ পুরস্কৃত হয়। আশা করা হচ্ছে এবার আরও ভালো করবে বাংলাদেশ।

ইতোমধ্যে ভিয়েতনামের উদ্দেশে বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রতিনিধি দলের সদস্যরা দেশ ছাড়ছেন। এর সঙ্গে গণমাধ্যম কর্মীরাও দেশ ছাড়ছেন।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড