• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্ধ হয়ে যাচ্ছে কর্টানা অ্যাপ

  প্রযুক্তি ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ১৩:০৭
কর্টানা
ছবি : কর্টানা

আগামী বছরের জানুয়ারি মাস থেকে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে মাইক্রোসফটের ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাপ কর্টানা আর পাওয়া যাবে না। উইন্ডোজের এই অ্যাপটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

যুক্তরাজ্যের সাপোর্ট পেইজে মাইক্রোসফট জানিয়েছে, ডিজিটাল অ্যাসিসট্যান্টকে আরও সহায়ক করে তুলতে মাইক্রোসফট ৩৬৫ প্রোডাক্টিভিটি অ্যাপগুলোতে কর্টানা অন্তর্ভুক্ত করা হবে। রিমাইন্ডার বা লিস্ট কর্টানা অ্যাপে ও মাইক্রোসফট লঞ্চারে তৈরি করা কনটেন্ট কর্টানার মাধ্যমে আর চলবে না। কিন্তু উইন্ডোজের মাধ্যমে কর্টানা ব্যবহার করা যাবে এবং কর্টানা রিমাইন্ডার, লিস্ট ও টাস্ক স্বয়ংক্রিয়ভাবে মাইক্রোসফটের টু ডু লিস্টে সিঙ্ক হয়ে যাবে। এছাড়া সিঙ্ক হওয়া কনটেন্টগুলোও মোবাইলে ডাউনলোড করা যাবে।

২০১৫ সালের ডিসেম্বরে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জন্য কর্টানা চালু করা হয়েছিল এবং ২০২০ সালের জানুয়ারিতে অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে। তবে সব দেশে নয়। শুধু যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ভারত, ম্যাক্সিকো, চীন স্পেন, কানাডায় অ্যাপটি বন্ধ থাকবে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড