• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেনে নিন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়া বন্ধের উপায়

  প্রযুক্তি ডেস্ক

১৬ নভেম্বর ২০১৯, ১৪:২৫
হোয়াটসঅ্যাপ
ছবি : হোয়াটসঅ্যাপ

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। তবে সামাজিক মাধ্যমগুলো ব্যবহারে অনেককেই পড়তে হয় বিড়ম্বনায়। অনিচ্ছা সত্ত্বেও অনেক গ্রুপে অ্যাড করে দেয় যে কেউ, আর নোটিফিকেশন ঝামেলায় পড়তে হয় ব্যবহারকারীকে। এজন্য হোয়াটসঅ্যাপ তার সেটিংসে এনেছে ছোট্ট একটি পরিবর্তন যা এই বিড়ম্বনা থেকে আপনাকে দেবে মুক্তি।

প্রথমেই হোয়াটসঅ্যাপ ওপেন করে স্ক্রিনের উপরের দিকে থাকা ৩টি ডটে ক্লিক করুন। এবার ‘সেটিংস’ থেকে ‘অ্যাকাউন্ট’ অপশন সিলেক্ট করে ‘প্রাইভেসি’ অপশন ক্লিক করুন। সেখান থেকে ‘গ্রুপস’-এ তিনটি অপশন প্রদর্শিত হবে। এগুলো হচ্ছে ‘এভরিওয়ান’, ‘মাই কন্টাক্টস’ ও ‘মাই কন্টাক্ট এক্সেপ্ট’।

এদের মধ্য থেকে এভরিওয়ান সিলেক্ট করলে আপনার নম্বর থাকা যে কেউ আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে। এক্ষেত্রে আপনার কাছে তার নম্বর থাকাটা জরুরি নয়।

মাই কন্টাক্টস অপশনটি সিলেক্ট করলে আপনার ফোনে যাদের নম্বর সেভ করা আছে, শুধুমাত্র তারাই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে।

আর মাই কন্টাক্টস এক্সেপ্ট ক্লিক করলে আপনি নিজে ঠিক করে দিতে পারবেন যে আপনার কন্টাক্টে থাকা কারা আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবেন। অপশনটি সিলেক্ট করার পর আপনার হোয়াটসঅ্যাপ কন্টাক্ট খুলে যাবে। সেখানে আপনি যে যে নম্বর সিলেক্ট করবেন, তারা কিন্তু আপনাকে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না।

যখন তখন গ্রুপে অ্যাড হওয়ার বিড়ম্বনা থেকে বাঁচতে সিলেক্ট করে নিন আপনার পছন্দের অপশনটি।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড