• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

নকল আইফোনের বদলে আসল আইফোন!

  প্রযুক্তি ডেস্ক

১৪ নভেম্বর ২০১৯, ১৪:১৬
অ্যাপল
ছবি : আইফোন

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এমন একটি চক্রের সন্ধান পেয়েছে যারা অ্যাপল স্টোরে নকল ডিভাইস জমা দিয়ে আসল আইফোন এবং আইপড হাতিয়ে নিচ্ছিল।

চক্রটি এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে চীন থেকে ১০ হাজারের বেশি নকল আইফোন ও আইপ্যাড আমদানি করেছে। এমন ঘটনায় জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ডটিকে কমপক্ষে ৬১ লাখ ডলারের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

এফবিআই এই ঘটনার সঙ্গে যুক্ত ১৪ ব্যক্তির সন্ধান পেয়েছে, যাদের মধ্যে ১১ জনকে গ্রেফতারকে করা হয়েছে। আটকদের মধ্যে চীনে জন্ম নেওয়া ৩ ভাই, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তাদের স্ত্রী (মার্কিন) রয়েছে। তাদের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার ডলার এবং ৯০টি নকল আইফোন উদ্ধার করা হয়েছে।

তারা নকল পণ্যগুলো ইচ্ছাকৃতভাবে নষ্ট করে অ্যাপল স্টোরে ফেরত দিত। অ্যাপলের নীতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত ডিভাইসের বদলে নতুন পণ্য প্রদান করতে হয়। আর প্রতারক চক্র এই নীতিকে কাজে লাগিয়ে নকল আইফোন ও আইপড দিয়ে আসল ডিভাইস নিয়ে চীন বা অন্য কোথাও পাঠিয়ে দিত এবং বিক্রি করে বড় অঙ্কের মুনাফা অর্জন করত।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড