• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডায়াবেটিস জার্নি অ্যাপ চালু

  প্রযুক্তি ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ১৯:২৮
ডায়াবেটিস
ডায়াবেটিস চিকিৎসা গাইডলাইন প্রকাশ (ছবি : সংগৃহীত) 

দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং চিকিৎসকদের সুবিধার্থে অ্যাপ্লিকেশন ভিত্তিক ডায়াবেটিস চিকিৎসা সহায়িকা ‘ডায়াবেটিস জার্নি’ চালু করা হয়েছে। এছাড়া ডায়াবেটিস চিকিৎসা গাইডলাইনও প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) এবং স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল প্রোগ্রাম যৌথভাবে ‘ডায়াবেটিস কেয়ার বাডাস গাইডলাইন ২০১৯’ প্রণয়ন করেছে।

নতুন গাইডলাইনের ওপর ভিত্তি করে ‘ডায়াবেটিস জার্নি’ অ্যাপটি তৈরি করেছে নভো নরডিস্ক এবং বাডাস।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই গাইডলাইন প্রকাশ এবং অ্যাপটির উদ্বোধন করা হয়।

এ বিষয়ে বাডাস সভাপতি অধ্যাপক একে আজাদ খান বলেন, ডায়াবেটিস রোগীদের চিকিৎসা রূপরেখার মান উন্নয়নে ভূমিকা রাখবে এই গাইডলাইনটি।

তিনি বলেন, অ্যাপটি রোগের ধরন ও আক্রন্ত রোগীদের প্রয়োজন বুঝে সঠিক চিকিৎসা পরামর্শ দিতে ডাক্তাদের জন্য খুবই সহায়ক হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বাডাস সাধারণ সম্পাদক মো. সায়েফ উদ্দীন, নভো নরডিস্কের ব্যবস্থাপনা পরিচালক আনান্দ শেঠী, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন, ফারুক পাঠান, অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল; আব্দুল আলিম, সহকারী পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল প্রোগ্রাম; বাডাসের সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের সমন্বয়ক বিশ্বজিৎ ভৌমিক; নভো নরডিস্কের হেড অব মেডিকেল অ্যান্ড কোয়ালিটি মোহাম্মাদ মাহবুবুর রহমান প্রমুখ।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড