• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে একটি অ্যাপল ওয়াচ

  প্রযুক্তি ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ১১:৩৩
অ্যাপল  স্মার্টওয়াচ
ছবি : অ্যাপলওয়াচ

স্মার্টওয়াচের বাজারে অ্যাপল ওয়াচের অবস্থান নিয়ে তো নতুন কিছু বলার নেই। এই স্মার্টওয়াচের অবস্থান অন্য কেউ নিতে পারার কোনো সম্ভাবনাও নেই।

সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকস তাদের গবেষণায় এমন তথ্য প্রকাশ করে। তাদের ভাষ্যমতে, স্মার্টওয়াচের বাজারে শীর্ষস্থান অধিকারী অ্যাপল বেশ ভালোভাবেই এই ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বর্তমানে অ্যাপল বৈশ্বিক স্মার্টওয়াচ বাজার শেয়ারের ৪৮ শতাংশ নিয়ন্ত্রণ করছে। এই প্রতিষ্ঠানটি গত ৩ মাসে ৬৮ লাখ স্মার্টওয়াচ সরবরাহ করেছে যা ২০১৮ সালের একই সময়ের তুলনায় ৫১ শতাংশ বেশি।

এ বিষয়ে স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের নির্বাহী পরিচালক নেইল মস্টন বলেন, বিশ্বজুড়ে স্মার্টওয়াচের বাজারের অর্ধেকই অ্যাপল নিয়ন্ত্রণ করছে। এমন কোনো কোম্পানি এখনো তাদের প্রতিপক্ষ হয়ে উঠতে পারেনি যারা অ্যাপলকে পেছনে ফেলতে পারবে। বর্তমানে অ্যাপল বৈশ্বিক স্মার্টওয়াচ বাজার শেয়ারে ৪৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৪৮ শতাংশ হয়েছে এবং প্রতি সেকেন্ডে ১টি করে করে অ্যাপল ওয়াচ বিক্রি হচ্ছে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড