• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রথমবারের মতো পাবলিক বেটায় এসে গেল আইওএস ১৩ দশমিক ৩

  প্রযুক্তি ডেস্ক

০৮ নভেম্বর ২০১৯, ১৫:৪৪
অ্যাপল
(ছবি : ইন্টারনেট)

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল চলতি বছরের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার সম্মেলনে আইওএস ১৩ সংস্করণ আনার ঘোষণা দেয়। কিন্তু একটির পর একটি ত্রুটি থাকার কারণে সংস্করণটি পুরোপুরি উন্মুক্ত করতে পারেনি অ্যাপল।

এ বছরের ১১ জুন প্রথম আইওএস ১৩ দশমিক ৩ উন্মোচন করা হয় এবং প্রতিবারই তাদের ত্রুটি সারিয়ে নতুন করে ফিরে আসার চেষ্টা করে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। তাই এবার প্রথমবারের মতো পাবলিক বেটা উন্মোচন করেছে অ্যাপল, যেখানে নতুন ইন্টারফেইসসহ বেশ কিছু ফিচার থাকছে।

নিয়মিত গ্রাহকদের জন্য আইওএস ১৩ দশমিক ৩ আপডেটটি বেটা ডট অ্যাপল ডটকম থেকে বেটা প্রোফাইল ডাউনলোড করে সেটিংসে যেতে হবে। সেখান থেকে জেনারেল সিলেক্ট করে প্রোফাইল থেকে বেটা খুঁজে ইনস্টল করতে হবে।

প্রোফাইল ডাউনলোড করার পর নিয়মিত আইওএস আপডেট দিতে হবে। এর জন্য সেটিংস থেকে জেনারেল সিলেক্ট করে সফটওয়্যার আপডেট দিতে হবে। তাহলেই নতুন সংস্করণটি পাওয়া যাবে।

আর ডেভেলপারদের ডেভেলপার বেটা পাওয়ার জন্য অ্যাপলের সাপোর্ট সাইট থেকে ডাউনলোড করতে হবে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড