• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে যুদ্ধে নৌকা ছাড়াই সমুদ্র পাড়ি দিয়েছিলেন মুসলিমরা

  ধর্ম ও জীবন ডেস্ক

২২ অক্টোবর ২০১৯, ১৪:৫০
যুদ্ধ
ছবি : প্রতীকী

আবু বকর আসসিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার আলা ইবনুল হাযরামি রাদিয়াল্লাহু আনহুকে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাহরাইন পাঠালেন। তো মরুভূমিতে সফর করতে করতে তাঁরা তীব্র পিপাসা ও পানি সংকটে পড়েন। তাঁদের চোখে-মুখে মৃত্যুর ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তখন তিনি এক জায়গায় নেমে দু-রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দুয়া করেন―

‘ইয়া হালিম, হে সদা সহনশীল; ইয়া আলিম, হে সর্বজ্ঞাত; ইয়া আলিইয়ু, হে সর্বসমুন্নত; ইয়া আযিম, হে সর্বসম্মানিত; আপনি আমাদের পিপাসা নিবারণ করে দিন।’

অমনিই পাখির ডানার মতো একখণ্ড বিশাল মেঘ দেখা দিল, ঝরঝর করে মুষলধারে বৃষ্টি নামতে শুরু করল। তাঁরা সব পাত্র-পেয়ালা ভরে জন্তু-জানোয়ারগুলোকেও তৃপ্ত করালেন। তিনি বলেন, ‘তারপর আমরা সফর করতে করতে ‘দারাইন’ গিয়ে পৌঁছালাম। আমাদের ও মুরতাদদের বাহিনীর মাঝে একটি সমুদ্র ছিল।’

অন্য বর্ণনায় এসেছে, ‘আমরা একটি নদীর তীরে উপস্থিত হলাম। আমাদের আগে কেউ ঝাঁপিয়ে এই নদী পার হয়নি, আর আমাদের পরও অন্য কেউ ঝাঁপিয়ে পেরোবে না। কারণ, সেখানে আমরা কোনো নৌকা দেখতে পাইনি। নৌকাগুলো মুরতাদরা জ্বালিয়ে দিয়েছিল।’ তারপর তিনি দু-রাকাত সালাত পড়ে দুয়া করলেন―‘ইয়া হালিম, হে সদা সহনশীল; ইয়া আলিম, হে সর্বজ্ঞাত; ইয়া আলিইয়ু, হে সর্বসমুন্নত; ইয়া আযিম, হে সর্বসম্মানিত; আপনি আমাদের নদী পার করে দিন।’

এরপর তিনি ঘোড়ার লাগাম ধরে বললেন, ‘প্রিয় ভাইয়েরা, তোমরা নদী পেরিয়ে যাও।’

আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘তারপর আমরা পানির ওপর দিয়ে হেঁটে হেঁটে নদী পার হয়ে গেলাম। আল্লাহর শপথ করে বলছি, আমাদের কারও পায়ে একটুও পানি লাগেনি, কারও মোজাও সামান্যতম ভেজেনি, কারও ঘোড়ার খুরে একটু পানিও স্পর্শ করেনি, অথচ সৈন্য সংখ্যা ছিল চার হাজার।’ [শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাহ, ৯/১৬১-১৬২]

এই ঘটনার বিবরণে ইবনুল মুনযির রহিমাহুল্লাহ একটি কবিতা আবৃত্তি করেন,

ألَمْ تَرَ أنَّ اللَّه ذَلَّلَ بَحْرهُ ― وأنْزَلَ بِالْكُفَّار إِحْدَى الجَلائِل دَعَوْنَا الَّذِي شَقَ البِحَارَ فَجَاءَنَا ― بِأعْجَب مِنْ فَلْقِ البِحَار الأوَائِل

তোমরা কি দেখোনি? আল্লাহ তাঁর সাগর বশীভূত করে দিয়েছেন কাফিরদের ওপর হেনেছেন বজ্রনিনাদ আমাদের ডাক দিয়েছেন ওই মহান সত্তা, যিনি সাগর-মহাসাগর বিদীর্ণ করেছেন, তিনি আমাদের দেখালেন অকল্পনীয় এক কারিশমা, পূর্ববর্তীদের সমুদ্র ব্যবচ্ছেদের চেয়েও চোখধাঁধানো।

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড