• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহানবির দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ কারা?

  ধর্ম ও জীবন ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২২
Best_odhikar
ছবিঃ সংগৃহীত

১. কুরআন শিখে ও শেখায় যারা রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।’ [বুখারি, হাদিস নম্বর : ৫০২৭]

২. সর্বোত্তম আচরণের অধিকারী যারা রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।’ [বুখারি, হাদিস নম্বর : ৬০৩৫]

৩. সময়মতো ঋণ পরিশোধ করে যারা মহানবি (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে ভালো লোক সে, ঋণ পরিশোধের বেলায় ভালো যে।’ [বুখারি, হাদিস নম্বর : ২৩০৫]

৪. সবার কল্যাণকামী যে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না।’ [তিরমিযি, হাদিস নম্বর : ২২৬৩/২৪৩২]

৫. নিজের স্ত্রীর কাছে ভালো যে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর : ৪১৭৭]

৬. দীর্ঘ হায়াত, বেশি আমল যার মহানবি (সা.) ইরশাদ করেছেন, ‘সেরা মানুষ সে, যার বয়স দীর্ঘ ও কর্ম ভালো হয়।’ [জামিউল আহাদিস, হাদিস : ১২১০১]

৭. মানুষের উপকার করে যে মহানবি (সা.) ইরশাদ করেছেন, ‘সর্বোত্তম মানুষ সে, যে মানুষের জন্য অধিক কল্যাণকর ও উপকারী। [সহিহুল জামে, হাদিস নম্বর : ৩২৮৯]

৮. হৃদয়টা পরিচ্ছন্ন যার মহানবি (সা.) ইরশাদ করেছেন, ‘শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী।’ সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে? রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন, ‘যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ।’ [সহিহুল জামে, হাদিস : ৩২৯১]

৯. প্রতিবেশীর কাছে উত্তম যে মহানবি (সা.) ইরশাদ করেছেন, ‘আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।’ [তিরমিযি, হাদিস নম্বর : ১৯৪৪]

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড