• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপদ যখন নিয়ামত

  সাইফুল্লাহ আল-মাহমুদ

১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০২
depression_odhikar
ছবি : প্রতীকী

প্রায়ই আমরা কষ্ট পেলে ভাবি, আমাদের এত কষ্ট কেন দিচ্ছেন আল্লাহ, অমুকে কত ভালো আছে বা আমার লাইফ তো এমন না হয়ে অমুকের মতো হতে পারত! তমুকের মত ধনী হতে পারতাম! খুব সহজে আমরা আশাহত হয়ে যাই। জীবন নিয়ে অভিযোগ করতে থাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, এই কষ্টের মাঝে আমাদের জন্য আল্লাহ কত রহমত ও বরকত রেখেছেন? আমরা কষ্ট পেতে চাই না, কিন্তু কষ্ট পেলে আমাদেরই আসলে লাভ হয়। কুরআনে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো আমাদেরকে জীবনের বাস্তবতা মনে করিয়ে দেয়। কিছু আয়াত রয়েছে যা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা কীভাবে নিজেরাই নিজেদের জীবনটাকে কষ্টের মধ্যে ফেলে দিই। আর কিছু আয়াত রয়েছে যা আমাদেরকে জীবনের সব দুঃখ, কষ্ট, ভয় হাসিমুখে পার করার শক্তি যোগায়। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে :

‘আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই। মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য, ফল-ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য-নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুখবর দাও।’ [সুরা আল-বাকারা, ২ : ১৫৫]

আল্লাহ তায়ালা আমাদেরকে এই দুনিয়াতে কিছু না কিছু দিয়ে পরীক্ষা নেবেনই নেবেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি দু’বার ‘তাকিদ’ দিয়ে এ কথা বলেছেন। কারো বেলায় সেই পরীক্ষা হয়তো চাকরি হারিয়ে ফেলে অভাবে, কষ্টে জীবন পার করা। কারো বেলায় হয়তো বাবা-মা, স্বামী, স্ত্রী, সন্তানদের জটিল অসুখের চিকিৎসায় দিনরাত সংগ্রাম করা। কারো বেলায় হয়তো নিজেরই নানা ধরনের জটিল অসুখ। কারো বেলায় আবার জমি-জমা, সম্পত্তি নিয়ে আত্মীয়স্বজনদের সাথে শত্রুতা, শ্বশুর-শাশুড়ির অত্যাচার, দুশ্চরিত্র স্বামী, পরপুরুষে আসক্ত স্ত্রী, ড্রাগে আসক্ত ছেলে, পরিবারের মুখে কালিমা লেপে দেওয়া মেয়ে—কোনো না কোনো সমস্যায় আমরা পড়বোই। এই সমস্যাগুলো হচ্ছে আমাদের জন্য পরীক্ষা।

সুখ-শান্তি আল্লাহর দান, আল্লাহ যাকে ইচ্ছা সুখে রাখেন যাকে ইচ্ছা কষ্টে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,

‘তিনিই হাসান এবং তিনিই কাঁদান।’ [সুরা আন-নাজম, ৫৩ : ৪৩]

জীবনে সুখ-দুঃখ, ভালো অবস্থা ও মন্দ অবস্থা, দুটোই আমাদের জন্য পরীক্ষা। আল্লাহকে কাউকে সুখে রেখে পরীক্ষা করেন, কাউকে কষ্টের মাঝে রেখে পরীক্ষা করেন। আল্লাহ তায়ালা বলেন,

‘পূণ্যময় তিনি, যাঁর হাতে রাজত্ব, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। (তিনি হচ্ছেন আল্লাহ) যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করেন, কে তোমাদের মাঝে আমলের দিক থেকে শ্রেষ্ঠ? তিনি হচ্ছেন পরাক্রমশালী, অত্যন্ত ক্ষমাশীল।’ [সুরা মুলক, ৬৭ : ১-২]

এমনকি মানুষের জীবন, সম্পদ, স্ত্রী ও সন্তান-সন্তুতি, পার্থিব জীবনের ভোগ-বিলাস, এ সব কিছুই সেই পরীক্ষার অংশ। আল্লাহ এগুলো কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তায়ালা বলেন,

‘তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্তুতি তো কেবল পরীক্ষাস্বরূপ। আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার।’ [সুরা আত-তাগাবুন, ৬৮ : ১৫]

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড