• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জান্নাতে বৃক্ষরোপণের আমলগুলো

  ধর্ম ও জীবন ডেস্ক

২৪ আগস্ট ২০১৯, ১১:১৭
tree_01
ছবি : প্রতীকী

সারি সারি বৃক্ষের সমারোহ কার না ভালো লাগে? যদিও জান্নাত মানেই বাগান, তারপরও এমন কিছু আমল রয়েছে, যার মাধ্যমে আমরা আমাদের জান্নাতটাকে করে তুলতে পারি আরও মনোহারি। আর জান্নাতের গাছ তো দুনিয়ার সাধারণ গাছের মতো হবে না। তার রূপ-সৌন্দর্য মানুষের কল্পনারও অতীত। জান্নাতের গাছ সম্পর্কে হাদিসে এসেছে :

আবু সাঈদ আল-খুদরি (রা.) হতে বর্ণিত। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি গাছ আছে, যার ছায়াতলে যে কোন যাত্রী একশত বছর ধরে চলতে থাকবে কিন্তু তা অতিক্রম করে যেতে পারবে না। আর এটাই হলো (কুরআনে বর্ণিত) “সম্প্রসারিত ছায়া”। [সহিহ তিরমিযি : ২৫২৪]

এখন আমরা দেখব কোন কোন কাজের মাধ্যমে জান্নাতে আমাদের জন্য গাছরোপণ হয় :

১. ইবনু মাসউদ (রা.) হতে বর্ণিত আছে- তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাতে আমি ইবরাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা করেছি। তিনি বললেন, হে মুহাম্মাদ! আপনার উম্মাতকে আমার সালাম পৌঁছাবেন এবং তাদের জানিয়ে দিবেন যে, জান্নাতের জমিন অতীব সুগন্ধি সমৃদ্ধ এবং সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু। জান্নাত হলো একটি সমতল ভূমি আর তার গাছপালা হল ‘সুবহানাল্লাহ ওয়ালহামদু লিল্লাহ ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।’ [তিরমিযি : ৩৪৬২]

২. আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত- তিনি একটি চারাগাছ রোপণ করছিলেন। এমতাবস্থায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট দিয়ে যাচ্ছিলেন। নবিজি জিজ্ঞেস করলেন, ‘আবু হুরাইরা! কী রোপণ করছো?’ তিনি বললেন, ‘একটি চারা রোপণ করছি।’ নবিজি বললেন, ‘আমি কি তোমাকে এমন কিছু রোপণের কথা বলে দিব না, যা তোমার জন্য এর চেয়েও উত্তম?’ তিনি বললেন, ‘অবশ্যই, হে আল্লাহর রাসুল!’ তিনি বললেন, ‘তুমি বলো, ‘সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।’ অর্থাৎ সমস্ত পবিত্রতা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর এবং আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নাই, আল্লাহ মহান। এর প্রত্যেকটার বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটি করে গাছ রোপণ হবে। [ইবনু মাজাহ : ৩৮০৭]

অর্থাৎ সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি গাছ রোপণ হয়, আলহামদুলিল্লাহ্‌ বললে জান্নাতে একটি গাছ রোপণ হয়, আল্লাহু আকবার বললে জান্নাতে একটি গাছ রোপণ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে একটি গাছ রোপণ হয়।

৩. আমর ইবনে শুয়াইব (রা.) হতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি ‘সুবহানাল্লহি ওয়া বিহামদিহি’ পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়। [বাযযার : ২৪৬৮; হাদিস সহিহ]

৪. জাবির (রা.) থেকে বর্ণিত। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ‘সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি’ পাঠ করে তবে তার জন্য জান্নাতে একটি খেজুর চারা লাগান হয়। [তিরমিযি : ৩৪৬৪]

উপরের হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম যে, ১. সুবহানাল্লাহ, ২. আলহামদুলিল্লাহ্‌, ৩. আল্লাহু আকবার, ৪. লা ইলাহা ইল্লাল্লাহ, ৫. সুবহানাল্লহি ওয়া বিহামদিহি, ৬. সুবহানাল্লাহিল আযিম ওয়া বিহামদিহি এগুলো যে কোনটা বললেই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আপনার জন্য জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করে দিবেন।

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড