• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভালো মৃত্যুর উপায়

  ধর্ম ও জীবন ডেস্ক

১৮ আগস্ট ২০১৯, ১৪:০১
Dead
ছবি : প্রতীকী

১. সর্বদা ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখা

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ যদি কোন বান্দার কল্যাণ চান তখন তাকে (ভালো) কাজে লাগান।’ সাহাবারা বললেন, ‘কিভাবে আল্লাহ বান্দাকে (ভালো) কাজে লাগান?’ তিনি বললেন: ‘মৃত্যুর পূর্বে তাকে ভালো কাজ করার তাওফিক দেন।’ [মুসনাদু আহমাদ, হাদিস নং-১১৬২৫]

২. জুমাবারে মৃত্যুর জন্য আল্লাহর কাছে দুয়া করা

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করেন আল্লাহ তাকে কবরের আযাব থেকে নাজাত দেন।’ [মুসনাদু আহমাদ : ৬৫৪৬]

৩. মৃত্যুর সময় কালিমা নসিবের জন্য আল্লাহর নিকট দুয়া করা

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে।’ [সুনানু আবি দাউদ : ৩১১৬]

৪. আল্লাহর সকল বিধান একনিষ্ঠভাবে পালন করা

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মুমিন কপালের ঘাম নিয়ে মৃত্যুবরণ করে।’ অর্থাৎ সার্বক্ষণিক আল্লাহর ইবাদাতে লিপ্ত থাকে। [মুসনাদু আহমাদ : ২২৫১৩]

৫. দীনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করা

আল্লাহ তায়ালা বলেন, ‘আর যারা আল্লাহর পথে নিহত হয়, তাদেরকে তুমি কখনও মৃত মনে করো না। বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত। আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে। আর যারা এখনও তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের জন্যে আনন্দ প্রকাশ করে। কারণ, তাদের কোন ভয়-ভীতিও নেই এবং কোন চিন্তা ভাবনাও নেই। আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্যে তারা আনন্দ প্রকাশ করে। আল্লাহ ইমানদারদের শ্রমফল বিনষ্ট করেন না।’ [সুরা আলি ইমরান, আয়াত: ১৬৯-১৭১]

৬. আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে যে ব্যক্তি মারা যায় সেও শহিদ।’ [সহিহ মুসলিম : ১৯১৩]

৭. দান-সাদাকা করা রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোন একটি সাদাকা করল এবং এ অবস্থায় তার মৃত্যু হলো সেও জান্নাতে প্রবেশ করবে।’ [মুসনাদু আহমাদ : ২২৮১৩]

মনে রাখা দরকার যে, পরিবারের জন্য খরচ করা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করাসহ যেকোনো নেক আমলই সাদাকার অন্তর্ভুক্ত।

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড