• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলে যায় যখন আকাশের দুয়ার

  ধর্ম ও জীবন ডেস্ক

১৮ আগস্ট ২০১৯, ১৩:৩৭
Open_Sky
ছবি : প্রতীকী

১. দিনের মধ্যভাগে

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয়ই আকাশের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় সূর্য মধ্যাকাশ থেকে পশ্চিমাকাশের দিকে হেলে পড়ার সময়। এরপর যোহরের নামায পর্যন্ত তা আর বন্ধ হয় না।’ [সহিহুল জামে, হাদিস নং ১৫৩২]

২. আযানের সময়

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন আযান দেওয়া হয় আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এবং দুয়া কবুল করা হয়।’ [সহিহুত তারগিব: ২৬০]

৩. ইবাদাতের অপেক্ষায় থাকাকালীন

একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের রব আসমানের দুয়ার খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বলছেন, ‘আমার বান্দারা আমার ধার্যকৃত ফরয আদায়ের পর আরেক ফরযের জন্য অপেক্ষা করছে।’ [ইবনু মাজাহ: ৮০১]

৪. রাতের শেষভাগে

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষভাগ শুরু হলে একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন, ‘কেউ কি কোনো আকাঙ্ক্ষা পেশ করার আছো? তার আকাঙ্ক্ষা গৃহীত হবে। কারও চাইবার কিছু আছে? চাও, মঞ্জুর হবে। আছে কোনো বিপদগ্রস্থ? বিপদ দূর করা হবে।’ তখন পেশাদার ব্যভিচারিনী এবং ব্যবসায়ীদের কাছ থেকে অন্যায়ভাবে চাঁদাবাজি করা লোক ব্যতীত কোনো মুসলিমের দুয়া ব্যর্থ হয় না। [সহিহুত তারগিব: ৭৮৬]

৫. বিশেষ এই দুয়াটি পাঠকালে

আব্দুল্লাহ ইবনু উমর (রা.) বলেন, একদিন আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামায পড়ছিলাম। সে সময় সমাগত লোকদের থেকে এক লোক বলল, ‘আল্লাহু আকবার কাবিরা, ওয়াল হামদু লিল্লাহি কাসিরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা।‘ (অর্থ: আল্লাহ মহান, অতি মহান, আল্লাহ তায়ালার জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল-সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি।) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি হে আল্লাহর রাসুল! নবি করিম (সা.) বললেন, ‘এ দুয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। এ বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে।’ ইবনু উমর (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এ কথা শুনার পর থেকে কখনও তা পাঠ করা পরিহার করিনি।’ [সহিহ মুসলিম ও সুনানুত তিরমিযি]

আসমানের দুয়ারসমূহ খোলার হিকমাহ কি?

এই সময়গুলোতে দুয়া করলে আল্লাহ দুয়া কবুল করেন, নেক আমল করলে কবুল করেন, আল্লাহর রহমত বর্ষিত হয়।

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড