• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অন্তরের প্রকারভেদ

  ধর্ম ও জীবন ডেস্ক

১৭ আগস্ট ২০১৯, ১৭:৫১
Qalb
ছবি : প্রতীকী

শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া (রহ.) তার বিখ্যাত ‘আমরাদুল কুলুব ওয়া শিফায়ুহা’ গ্রন্থে তিন ধরনের অন্তরের কথা উল্লেখ করেছেন।

১. প্রশান্ত অন্তর : এই অন্তরের অধিকারী ব্যক্তির অন্তর সেই সব কাজের বাসনা থেকে মুক্ত যা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার আদেশের বিপরীত। এধরনের অন্তর সকল প্রকার শিরক এবং সন্দেহ (আল্লাহ আদেশের ব্যাপারে) থেকে সুরক্ষিত। এই অন্তরের অধিকারী ব্যক্তি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফায়সালার ব্যাপারে সন্তুষ্ট এবং অন্য কোন ব্যক্তিকে রাসুলের চেয়ে উত্তম ফায়সালাকারী মনে করে না।

২. মৃত অন্তর: এধরনের অন্তর মূলত প্রশান্ত অন্তরের বিপরীত, প্রাণহীন শুকনো মরুভূমির মত। এই অন্তর না তার রবের ব্যাপারে কোন জ্ঞান রাখে, না তার উপাসনা করে।

৩. রোগাক্রান্ত অন্তর: এধরনের অন্তরগুলোতে যেমন কিছু সজীবতাও রয়েছে তেমনি রয়েছে কিছু রোগ। এই অন্তরগুলোতে এক দিকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার প্রতি ভালোবাসা, বিশ্বাস, আন্তরিকতা রয়েছে, যা তাকে আল্লাহ তায়ালার দিকে ধাবিত করে। আবার সেই সব বস্তুর প্রতিও মোহ রয়েছে যা তাকে আল্লাহ তায়ালা থেকে দূরে সরিয়ে দেয়। দুই নৌকায় পা রাখার মত এই অন্তর প্রতিনিয়ত দোদুল্যমান অবস্থায় ভুগে। আর এই রোগাক্রান্ত অন্তরকে চিকিৎসার মাধ্যমে প্রশান্ত অন্তরে পরিণত না করলে এর ধ্বংস অনিবার্য।

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড