• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আল-কুরআন অবতীর্ণের কারণ

  ধর্ম ডেস্ক

৩০ জুলাই ২০১৯, ১১:৪১
কুরআন
ছবি : প্রতীকী

আল্লাহ্‌ তাআলা পথভ্রষ্ট মানুষদের সঠিক পথে আনার জন্য যুগ যুগ ধরে নবীদের এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদের ওপর নাজিল করা হয়েছে বিভিন্ন আসমানী কিতাব। সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) এর ওপর অবতীর্ণ হয়েছিলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আল কুরআন।

যেসব কারণে এই পবিত্র ধর্ম গ্রন্থ অবতীর্ণ হয়-

● আল-কুরআন নাযীল হয়েছে পাঠ করা ও তার হুকুম আনুসারে জীবন পরিচালনা করার জন্য।

● শির্কের অন্ধকার দূর করে তাওহীদুল্লার জ্যোতি বিচ্ছুরিত করার জন্য।

● রব্বুল আলামীনের একমাত্র পছন্দনীয় দ্বীনুল হক প্রতিষ্ঠা জন্য।

● মানব সম্প্রদায়ের ভ্রান্ত আকীদা দূর করে তদস্থলে সহীহ আকীদার প্রতিস্থাপন করার জন্য।

● জ্বীন-ইনসানের সৃষ্টির উদ্দেশ্যে যে ইবাদতের জন্য তার পদ্ধতি জানানোর জন্য।

● পূর্ববর্তী কিতাবের যে পরিবর্তন হয়েছে, সে বিষয়ে সতর্ক কারার জন্য।

● মানুষের সম্মান ও অধিকার ইনসাফের ভিত্তিতে প্রতিষ্ঠা করার জন্য।

● মানব জাতির দুনিয়া ও আখিরাতের সুখ সমৃদ্ধি সর্বশেষ জান্নাতের সরল পথ দেখানোর জন্য আল-কুরআনের আবির্ভাব ঘটেছে।

সূত্র- ৪২ শুরা ৭, ১৭ ইসরা ৪১, ২০তাহা ৪১, ৫৪ কমার ১৭, ৩৮ স্বাদ ২৯, ১৬ নাহার ৪৪-১০২, ৫৭ হাদিদ ৯, ৬৫ তালাক ১০-১১, ৩৯,যুমার ২৩, ৪২ শুরা ৫২।

লেখক : মুরাদ বিন আমজাদ, প্রতিষ্ঠাতা পরিচালক মুসলিম উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ।

ওডি/এনএম

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড