• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আল কুরআনের আলোকে সালাতের হেফাজত

  মুরাদ বিন আমজাদ

২০ জুলাই ২০১৯, ১৫:১৩
সালাত
ছবি : প্রতীকী

যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে শরীয় পরিভাষায় তাকে "রিয়া" বলা হয় অর্থাৎ প্রদর্শন ইচ্ছা যা ছোট শিরক। মহান আল্লাহ্‌ বলেন,

الَّذِينَ هُمْ يُرَاءُونَ

যারা তা লোক-দেখানোর জন্য করে। (সূরা মাঊন ১০৭:৬)

قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَٰنَ أَيًّا مَّا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَٰلِكَ سَبِيلً

বলুন- আল্লাহ বলে আহ্বান কর কিংবা রহমান বলে, যে নামেই আহ্বান কর না কেন, সব সুন্দর নাম তাঁরই। আপনি নিজের সালাত আদায়কালে স্বর উচ্চগ্রাসে নিয়ে গিয়ে পড়বেন না এবং নিঃশব্দেও পড়বেন না। এতদুভয়ের মধ্যমপন্থা অবলম্বন করুন। (সূরা আল ইসরা ১৭:১১০)

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ - الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ

মুমিনগণ সফলকাম হয়ে গেছে, যারা নিজেদের সলাতে বিনয়-নম্র; (সূরা মুমিনুন ২৩:১-২)

وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَٰلِكَ ذِكْرَىٰ لِلذَّاكِرِينَ

আর দিনের দুই প্রান্তেই সালাত ঠিক রাখবে এবং রাতের প্রান্তভাগে পূর্ণ কাজ অবশ্যই পাপ দূর করে দেয়, যারা স্মরণ রাখে তাদের জন্য এটি এক মহা স্মারক। (সূরা হুদ ১১:১১৪)

উল্লেখিত আয়াতগুলোর আলোকে আমরা মোটামুটি ভাবে সালাতের একটি সংজ্ঞা দাড় করাতে পারি তা হলো, দিবা ও রাত্রি বিভিন্ন নির্ধারিত সময়ের মধ্যে এক ও অদ্বীতিয় আল্লাহর উদ্দেশ্যে অজু-পানির দুঃস্পপ্তায় তাইয়াম্মুম করে পবিত্র ও পরিস্কার পরিছন্ন হয়ে, সুন্দর পোষাকে সুসাজ্জিত হয়ে, পবিত্র স্থানে, সুস্থ শরীরে ও সুস্থ জ্ঞানে, কাবার দিকে মুখ করে, বিনীত ভাবে ও গভীর মনোযোগ সহকারে, পরকালের ভয়ে ভীত হয়ে, নিষ্ঠার সাথে সুনির্দিষ্ট অঙ্গ ভঙ্গিমার (২/২৪০) মাধ্যমে যথা- কিয়াম, রুকু-সাজদার, সহ মাধ্যম স্তরে তাউজ ও তাসমিয়া, ফাতিহা কিরাত, আবৃতির মাধ্যমে আল্লাহর ইবাদাত তাঁর স্বরণার্থে করাকে সালাত কায়েম বলে।

আল কুরআনে আরও আয়াত সন্নিবেশিত করে আরো অনেক সুন্দর সংজ্ঞা দেওয়া যেতে পারে। তবে মৌলিক নির্দেশনা এখানে এসে গেছে। আল কুরআনে কয়েকটি স্থানে সালাত পড়া বা আদায় করার কথা উল্লেখ আছে যেমন,

أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ - عَبْدًا إِذَا صَلَّىٰ

আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে, এক বান্দাকে যখন সে সালাত পড়ে? (সূরা আলাক ৯৬:৯-১০)

قَدْ أَفْلَحَ مَن تَزَكَّ - وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ

নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর সালাত আদায় করে। (সূরা আ‘লা ৮৭:১৪-১৫)

يَا مَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ

হে মারইয়াম! তোমার পালনকর্তার উপাসনা কর এবং রুকুকারীদের সাথে সেজদা ও রুকু কর। (সূরা ইমরান ৩:৪৩)

فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ

সে বিশ্বাস করেনি এবং সালাত পড়েনি; (সূরা কিয়ামাহ ৭৫:৩১)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

হে মুমিনগণ! তোমরা রুকু কর, সেজদা কর, তোমাদের পালনকর্তার এবাদত কর এবং সৎকাজ সম্পাদন কর, যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা হাজ্জ ২২:৭৭)

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে সালাত পড়ুন এবং কোরবানী করুন। (সূরা কাউসার ১০৮:২)

মহান আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সলাতের হেফাজত করার তওফিক দান করুন।

লেখক : মুরাদ বিন আমজাদ, প্রতিষ্ঠাতা পরিচালক মুসলিম উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ।

ওডি/এনএম

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড