• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আলেমদের বিচার কীভাবে করবেন মহান আল্লাহ?

  ধর্ম ও জীবন ডেস্ক

১৫ মার্চ ২০২০, ১৩:২৩
ইসলাম
ছবি: প্রতীকী

প্রশ্ন : আমরা প্রায়ই একটি কথা বড়দের মুখে শুনে থাকি— ‘আল্লাহ কিয়ামতের দিন আলেমদের বিচার লোকচক্ষুর অন্তরালে করবেন।’ আসলে কথাটি কতটুকু সঠিক? কোন ধরনের আলেমের বিচার আড়ালে হবে, জানাবেন দয়া করে।

উত্তর : কিছু কিছু মানুষকে এমনটা বলতে শোনা যায়, কিয়ামতের দিন মহান আল্লাহ আলেম-ওলামার হিসাব-নিকাশ সকলের সামনে নিবেন না; বরং তাদের সম্মানের প্রতি খেয়াল রেখে তাদের হিসাব নিবেন পর্দার আড়ালে। আলেমদের সম্মান বোঝাতে কিছু মানুষ কথাটা বলে থাকেন। অথচ এটি একটি মনগড়া কথা, যার কোনো ভিত্তি নেই। কুরআন ও হাদিসে এমন কোনো বক্তব্য পাওয়া যায় না।

আলেমদের মর্যাদার বিষয়ে এরচেয়ে বড় কথা আর কী হতে পারে যে, নবিজি (সা.) আলেমদেরকে নবিগণের ওয়ারিস বলেছেন! এছাড়া আলেমদের মর্যাদার বিষয়ে তো কুরআনের বহু আয়াত ও সহিহ হাদিস রয়েছে। সেগুলোই যথেষ্ট; এ ধরনের মনগড়া কথা বলা সমীচীন নয়। আর বিভিন্ন সহিহ হাদিস থেকেও বোঝা যায় যে, আলেমদের হিসাব পর্দার আড়ালে হবে— এ কথা ঠিক নয়। (জামে তিরমিজি, হাদিস নং ২৩৮২; সহিহ মুসলিম, হাদিস নং ১৯০৫)

অতএব আমরা এমন কথা বলব না। আলেমদের মর্যাদার বিষয়ে কুরআনের আয়াত এবং যেসব হাদিস রয়েছে সেগুলোই বলব। বানোয়াট বা কোনো মনগড়া কথা প্রচার করব না।

সূত্র: মাসিক আল কাউসার

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড