• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমল অল্প হলেও নিয়মিত করা চাই

  মুনীরুল ইসলাম ইবনু যাকির

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৫
ইসলাম
ছবি : প্রতীকী

অনেককে দেখা যায়, কোনো আমলের প্রতি উৎসাহিত হয়ে প্রথমে খুব বেশি পরিমাণে আমলটি করা হয়, কিন্তু ক’দিন বাদে আর সেটা ভালো লাগে না। অথচ যে কোনো আমল, চাই তা ফরজ হোক কিংবা নফল, নিয়মিত করা চাই। যে আমল নিয়মিত করা হয় না, সেটার কোনো গুরুত্ব থাকে না। বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত টানা আমল করে যেতে হবে এটাই আল্লাহর নির্দেশ। আল্লাহ তায়ালা বলেন,

وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَأْتِيَكَ الْيَقِيْنُ ‘তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার রবের ইবাদাত করো।’ [সুরা হিজর : ৯৯]

নামাজ এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত না পড়া, এরকম নামাজ সুফল বয়ে আনবে না। আল্লাহ তায়ালা বলেন,

اَلَّذِيْنَ هُمْ عَلٰى صَلَاتِهِمْ دَائِمُوْنَ ‘(সফলকাম তারা) যারা তাদের নামাযে সদা নিয়মানুবর্তিতা অবলম্বনকারী।’ [সুরা মায়ারিজ : ২৩]

যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ শুরু করে ছেড়ে দেয় তার সম্পর্কে আল্লাহর রাসুল (সা.) বলেছেন,

‏‏يَا عَبْدَ اللهِ، لَا تَكُنْ مِّثْلَ فُلَانٍ، كَانَ يَقُوْمُ اللَّيْلَ فَتَرَكَ قِيَامَ اللَّيْلِ

‘হে আবদুল্লাহ! তুমি অমুক লোকের মতো হয়ো না, যে রাত জেগে ইবাদাত করত, পরে বাদ দিয়েছে।’ [সহিহ বুখারি : ১১৫২]

স্থায়ী আমল আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয়

রাসুল (সা.) বলেছেন,

أَحَبُّ الْاَعْمَالِ إِلَى اللهِ تَعَالٰى أَدْوَمُهَا وَإِنْ قَلَّ

‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তা-ই যা কোনো ব্যক্তি সর্বদা পালন করে থাকে, যদিও তা পরিমাণে কম হয়।’ [সহিহ মুসলিম : ১৮৬৬]

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড