• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভালোবাসার আলো ছড়ালো খাগড়াছড়ির যুবকরা

  মুনশি আমিনুল ইসলাম

১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৫
ইসলাম
ছবি: সংগৃহীত

দিন শেষে ফুল শুকিয়ে যায়, হারিয়ে যায় তথাকথিত ভালোবাসাও। কিন্তু কুরআনের আলো ব্যক্তি, পরিবার থেকে শুরু করে সমাজকে আলোকিত করে। সুরভিত করে তোলে বিশ্বকে। দিবসকেন্দ্রিক ভালোবাসার এই অন্ধকার যুগে আলো ছড়ানোর একটি উদ্যোগ নিশ্চয় আপনাকে আশান্বিত করবে। সচেতন মুসলিম মাত্রই এমন কর্মসূচিকে সাধুবাদ জানাবেন।

ঘটনা ১৪ ফেব্রুয়ারির। ভোগবাদী সমাজব্যবস্থায় যে দিনটাকে পালন করা হয় ‘বিশ্ব ভালোবাসা দিবস’ হিসেবে। নোংরামি, বেহায়াপনার চূড়ান্ত প্রদর্শনী যেন এ দিন বৈধতা লাভ করে সবার কাছে। মুসলিমপ্রধান বাংলাদেশেও দিবসটি এখন পালন করা হয় ঘটা করে। ভালোবাসার মত পবিত্র বিষয়কে ব্যবসায়িক হীন স্বার্থে প্রচার-প্রসার করা, যুবক-যুবতিদের মধ্যে এক ধরনের উন্মাদনা ধরিয়ে দেয়ার এই যে এক নগ্ন প্রতিযোগিতা কর্পোরেট ব্যবসায়ীরা আমাদের সংস্কৃতিতে ঢুকিয়ে দিচ্ছে এর বিপরীতে সুস্থ ও সুন্দর মানসিকতার একটি কর্মসূচি পালন করতে দেখা গেল খাগড়াছড়ির একদল যুবককে। জেলার মাটিরাঙ্গা উপজেলায় ভালোবাসা দিবসে পবিত্র কুরআন ও হাদিসের বই বিতরণ কর্মসূচি পালন করেছে তারা।

ভিন্নধর্মী এই আয়োজন করে ইতোমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে সামাজিক সংগঠন ‘বন্ধু জুনিয়র যুব ক্লাবের’ সদস্যরা। ‘ফুল একদিনের, কুরআন প্রতিদিনের’ শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষের হাতে কুরআন ও হাদিসের বই তুলে দেয় এই যুবকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার ওসি মো. শামসুদ্দিন ভুইয়া, তবলছড়ি গ্রীনহিল কলেজের প্রভাষক মো. হাফিজুর রহমান, মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী ও ক্লাবটির প্রতিষ্ঠাতা মো. মামুনুর রশীদ মামুন প্রমুখ।

যুবকদের এ ধরনের মহৎ কাজের প্রশংসা করে ওসি মো. শামসুদ্দিন ভুইয়া বলেন, ‘আমরা অনেকেই যা চিন্তা করিনি তরুণরা সে চিন্তার বাস্তবায়ন ঘটিয়েছে। আমি চাই, এমন উদ্যোগ সারাদেশে ছড়িয়ে পড়ুক। মানুষ ইসলামের আলোয় আলোকিত হয়ে শান্তিময় জীবনযাপন করুক।’

তবলছড়ি গ্রীনহিল কলেজের প্রভাষক মো. হাফিজুর রহমান বলেন, ‘ভালোবাসা দিবসে কুরআন বিতরণ সত্যিই অনেক প্রশংসনীয় কাজ। এমন আয়োজন আমাদেরকে ‘ভালোবাসা দিবস মানেই ফুল’ এ চিন্তা থেকে বের হওয়ার পথ দেখাবে। আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রেখে কল্যাণের দিশা দিবে।’

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, ‘ভালোবাসা দিবসে পথচারীদের হাতে কুরআন ও হাদিসের বই তুলে দেয়ার মধ্য দিয়ে তারা প্রকৃত ভালোবাসার আলো ছড়িয়ে দিল। আমি তাদের মঙ্গল কামনা করছি।’

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড