• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিল্ক ব্যাংকের ব্যাপারে ইসলাম কী বলে?

  মুনীরুল ইসলাম ইবনু যাকির

২১ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৮
ইসলাম
ছবি : সংগৃহীত

সম্প্রতি ঢাকার মাতুয়াইলে অবস্থিত শিশু-মাতৃস্বাস্থ্য ইন্সটিটিউট (আইসিএমএইচ) ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ নামে একটি প্রজেক্ট চালু করেছে। যাদের সন্তান মারা গেছে বা সন্তানকে খাওয়ানোর পরও যেসব মায়েদের বুকের দুধ অতিরিক্ত থেকে যায়, তারা চাইলে মিল্ক ব্যাংকে তা দান করতে পারবে। আর যাদের প্রয়োজন তারা সেখান থেকে ‍দুধ নিতে পারবে।

বাংলাদেশে এই ধরনের উদ্যোগ এটাই প্রথম। জ্ঞাত তথ্যানুসারে মুসলিম বিশ্বের কোথাও এ ধরনের কোনো মিল্ক ব্যাংক নেই। ওআইসির ফিকহ বোর্ডে ব্যাপারটি উত্থাপিত হলে বিশ্বের শীর্ষস্থানীয় সমস্ত আলেম মিল্ক ব্যাংককে হারাম ঘোষণা করেন।

মিল্ক ব্যাংক হারাম হওয়ার কারণ

ইসলামি শরিয়াতের অন্যতম একটি মাকসাদ (উদ্দেশ্য) হচ্ছে হিফযুন নাসল বা বংশীয় সম্পর্কের সুরক্ষা নিশ্চিত করা। মিল্ক ব্যাংক এই ঐতিহ্যকে ধ্বংস করবে। বহু অজানা দুধ ভাই-বোন হবে। যাদের মধ্যে বিয়ে হারাম। অথচ অজ্ঞাতেই বহু হারাম বিবাহ হওয়ার আশঙ্কা থাকবে। আর এভাবে একটা অবৈধ প্রজন্ম গড়ে উঠবে। আবার দুধপানগত কারণে যারা ভাই-বোন হয়ে যাবে, তাদের সাথে আত্মীয়তার বন্ধন ঠিক রাখাটাও জরুরি। অথচ এই প্রজেক্টের ফলে অবস্থা এ রকম হবে যে, কে কার দুধভাই কিংবা দুধবোন তার কোনো হিসাবই থাকবে না।

উপরোক্ত কারণেই ওআইসির ফিকহ বোর্ড ঐকমত্যের ভিত্তিতে মিল্কব্যাংককে হারাম ঘোষণা করেছেন।

সুতরাং মিল্কব্যাংকে দুধ দান করা, মিল্কব্যাংক থেকে দুধ পান করানো, মিল্কব্যাংক স্থাপন এসবই হারাম। আল্লাহ কুরআনে বলেছেন,

‘তোমাদের (বিয়ের জন্য) জন্য নিষিদ্ধ…তোমাদের দুধ মাতা, দুধ বোন।’ [সুরা নিসা, ৪ : ২৩]

আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

يحرم من الرضاع ما يحرم من النسب

‘রক্তের সম্পর্কের কারণে যেসব আত্মীয় (বিয়ের জন্য) হারাম, দুধপানগত সম্পর্কের কারণেও তারা হারাম।’ [বুখারি, আসসাহিহ : ২৬৪৫]

আর মুজতাহিদ ইমামগণও এ ব্যাপারে একমত।

সুতরাং মিল্ক ব্যাংকের মতো অনৈসলামিক, ঈমান বিধ্বংসী কোনো প্রজেক্ট মেনে নেওয়া যায় না৷

জানা গেছে, আইসিএমএইচ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি অর্থায়নেই তারা এই প্রজেক্ট বাস্তবায়ন করতে যাচ্ছে। কিন্তু এই বেসরকারি অর্থায়নের ব্যাপারটা স্পষ্ট নয়। কোত্থেকে আসছে এই মেগা-প্রজেক্টের ফান্ড তা নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড