• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

তাফসিরুল কুরআন বিল কুরআন

সুরা ফাতিহার তাফসির [পর্ব-০৫]

  মুনীরুল ইসলাম ইবনু যাকির

৩০ নভেম্বর ২০১৯, ১৮:৪৭
কুরআন
ছবি : সংগৃহীত

আল্লাহ তায়ালা বলেন,

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ‘আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন।’ [সুরা ফাতিহা, ১ : ৫]

প্রাসঙ্গিক আলোচনা

আয়াতে اهْدِنَا বা ‘আমাদেরকে প্রদর্শন করুন’ এর মানে হলো, ألهمنا অর্থাৎ ‘আমাদেরকে তাওফিক দিন’। আর الصِّرَاط الْمُسْتَقِيم অর্থ হলো الطريق الواضح الذي لا اعوجاج فيه ‘এমন সুস্পষ্ট পথ, যাতে কোনো বক্রতা বা ভুল নেই।’ তাহলে আয়াতের অর্থ দাঁড়াচ্ছে ‘আমাদেরকে এমন পথে চলার তাওফিক দান করুন, যাতে কোনো বক্রতা বা ভুল নেই।’

সঠিক পথ মাত্র একটি

وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ۖ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ۚ ذَٰلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

‘নিশ্চয় এটিই আমার সরল, সঠিক পথ। অতএব, এ পথে চলো, বিভিন্ন পথে চলো না। তাহলে সেসব পথ তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা সংযত হও।’ [সুরা আনয়াম, ৬ : ১৫৩]

সুতরাং সরল ও সঠিক পথের সংখ্যা মাত্র একটি, একাধিক নয়। গোটা দুনিয়ার মুসলিমরা একই পথের অনুসারী। তাদের মাঝে গোত্র, বর্ণ বা ভৌগলিক কোনো পার্থক্য বিভেদ হতে পারে না। একই জাতীয়তা, একই পরিচয় বহনকারী বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা এই উম্মাহ একই তরণীর যাত্রী।

এই আদেশই আল্লাহ তায়ালা করেছেন :

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

‘আর তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এবং তোমরা সে নিয়ামতের কথা স্মরণ করো, যা আল্লাহ তোমাদেরকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে। আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন। ফলে, এখন তোমরা তাঁর অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়ে গেছো। তোমরা এক অগ্নিকুন্ডের কিনারে অবস্থান করছিলে। তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ নিজের নিদর্শনসমূহ প্রকাশ করেন, যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হতে পার।’ [সুরা আলি ইমরান, ৩ : ১০৩]

হিদায়াতের দায়িত্ব আল্লাহর

وَعَلَى اللَّهِ قَصْدُ السَّبِيلِ وَمِنْهَا جَائِرٌ ۚ وَلَوْ شَاءَ لَهَدَاكُمْ أَجْمَعِينَ

‘আর সঠিক পথ বাতলে দেয়া আল্লাহর দায়িত্ব, আর পথের মধ্যে কিছু আছে বক্র পথ। তিনি যদি ইচ্ছা করতেন তবে তোমাদের সকলকে হিদায়াত করতেন।’ [সুরা নাহল, ১৬ : ৯]

مَن يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِي ۖ وَمَن يُضْلِلْ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ

‘যাকে আল্লাহ পথ দেখাবেন, সেই পথপ্রাপ্ত হবে। আর যাকে তিনি পথভ্রষ্ট করবেন, সে হবে ক্ষতিগ্রস্ত।’ [সুরা আরাফ, ৭ : ১৭৮]

مَن يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ ۖ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُّرْشِدًا

‘আল্লাহ যাকে সৎপথে চালান, সেই সৎপথ প্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন, আপনি কখনও তার জন্যে পথপ্রদর্শনকারী কিংবা সাহায্যকারী পাবেন না।’ [সুরা কাহফ, ১৮ : ১৭]

شَاكِرًا لِّأَنْعُمِهِ ۚ اجْتَبَاهُ وَهَدَاهُ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ ‘আল্লাহই ইবরাহিমকে মনোনীত করেছিলেন এবং সঠিক পথে পরিচালিত করেছিলেন।’ [সুরা নাহল, ১৬ : ১২১]

وَكَذَٰلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا ۚ مَا كُنتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَٰكِن جَعَلْنَاهُ نُورًا نَّهْدِي بِهِ مَن نَّشَاءُ مِنْ عِبَادِنَا ۚ وَإِنَّكَ لَتَهْدِي إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ

‘(হে নবি) এমনিভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করেছি আমার আদেশক্রমে। আপনি জানতেন না, কিতাব কি এবং ঈমান কি? কিন্তু আমি একে করেছি নূর, যার দ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি। আপনি তো কেবল সরল পথের দিকে আহ্বান করেন।’ [সুরা শুরা, ৪২ : ৫২]

এমনকি আল্লাহ তায়ালা তাঁর প্রিয় রাসুলকে উদ্দেশ্য করে বলেছেন,

إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَٰكِنَّ اللَّهَ يَهْدِي مَن يَشَاءُ ۚ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ

‘আপনি যাকে পছন্দ করেন, তাকে সৎপথে আনতে পারবেন না, তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন। কে সৎপথে আসবে, সে সম্পর্কে তিনিই ভালো জানেন।’ [সুরা কাসাস, ২৮ : ৫৬]

চলবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন- সুরা ফাতিহার তাফসির [পর্ব-০৪]

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড