• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে ইতালি আওয়ামী লীগের সভা

  ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি:

২০ অক্টোবর ২০১৯, ১৬:১৭
ইতালি আওয়ামী লীগ
ইতালি আওয়ামী লীগের সভা (ছবি : দৈনিক অধিকার)

দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে ইতালি আওয়ামী লীগের আয়োজনে ইতালির রোমে সভা অনুষ্ঠিত হয়েছে। যার সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী।

দলের সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ‘আসুন আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের অধিকারী, দেশ ও জনগণের কল্যাণ প্রত্যাশী তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করি।’

দেশে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে সভাপতির বক্তব্যে হাজী মো. ইদ্রিস ফরাজী বলেছেন, ‘দেশ ও জনগণের আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে দলমত-নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের মতো ইতালিতেও শুদ্ধি অভিযান চলবে, যা ইতালি আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।’

পরবর্তীকালে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের যে অঙ্গীকার জননেত্রী নির্বাচনের পর জাতির কাছে করেছিলেন, আজ সেটারই সত্যিকার বাস্তবায়ন শুরু হয়েছে। আওয়ামী লীগকে শক্তিশালী ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে হলে দুর্বৃত্তদের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে।’

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কে. এম. লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সহসভাপতি হাবীব চৌধুরী, আব্দুর রব ফকির, জসীম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব ব্যাপারী, আবু তাহির, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সোয়েব দেওয়ান, দপ্তর সম্পাদক হাবীব মকদম, আইন বিষয়ক সম্পাদক ফারুক খালাসি, সদস্য বাবু ঢালী, মজিবর সিকদার ও ফারুক ফরাজীসহ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, আলাউদ্দিন শিমুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ‘মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহম্মেদ, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকসি, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের সভাপতি মুজাহিদ হোসেন রতনসহ তুসকোলানা ও রোমা নর্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত বক্তারা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠা তথা দ্রুততম সময়ে উন্নত দেশ গড়ার যে লক্ষ্য নিয়ে জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন। ইতালি আওয়ামী লীগের শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে জননেত্রীর পাশে থেকে বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।’

আরও পড়ুন :- এবার পাকিস্তানে ভারতের ভয়াবহ হামলা

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় এবং সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘সেরা রেমিন্টেস ২০১৮’ সম্মাননা অর্জন করায় ইতালি আওয়ামী লীগের সভাপতি ও ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির কর্ণধার হাজী মো. ইদ্রিস ফরাজীকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

ওডি/কেএইচআর

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড