• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতালিতে নতুন সরকারের শপথ গ্রহণ, প্রবাসীদের সন্তোষ প্রকাশ

  ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে

০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১০
ইতালি
ছবি : সংগৃহীত

অবশেষে ইতালিতে গঠিত হলো নতুন সরকার। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে নতুন প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে রাষ্ট্রপতি সেরজো মাতারেল্লার‌ সঙ্গে দেখা করে মন্ত্রিপরিষদের সদস্যদের তালিকা দেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে গুইসেপ কন্তে শপথ গ্রহণ করেন। পরে ২১ সদস্য বিশিষ্ট মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেন। ফাইভ স্টার মুভমেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যে কোয়ালিশন সরকার হবে‌ এটি। এর আগে ফাইভ স্টার মুভমেন্টের শরিক দল লেগানর্থের সঙ্গে মতবিরোধের কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সরকার ভেঙে যায়।

ইতালির নতুন এ সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সমর্থন আছে। প্রবাসীরা বলেছেন, এই সরকার বাংলাদেশিসহ বিদেশিদের সহায়ক হবে।

ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন এবং কমিউনিটি ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ জসিম উদ্দিন আশা প্রকাশ করে বলেন, নতুন সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবে। তারা এই সরকারকে অভিনন্দনও জানান।

গত বছরের মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ফাইভ স্টার মুভমেন্ট ৩২ শতাংশ এবং লেগা নর্থ ১৭ শতাংশ ভোটে বিজয়ী হয়েছিল। তাদের মধ্যে কোয়ালিশন সরকার গঠিত হলেও ১৪ মাসের বেশি সে সরকার টেকেনি।

এ দিকে ফাইভস্টার মুভমেন্ট দলীয় নেতাকর্মীদের ভোটে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সরকার গঠনের রায় পায়। ৮০ হাজার ভোটার এই সিদ্ধান্তে একমত পোষণ করেন।

ফাইভ স্টার মুভমেন্টের নেতা ডি‌ মাইও সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা ইতালির জনগণের জন্য কাজ করে যাব। ডানপন্থী-বামপন্থী বলে কোনো কথা নেই।

এ দিকে বিদেহী স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি আবারও নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। তিনি বলেছেন এ সরকারের মেয়াদ হবে খুবই সংক্ষিপ্ত।

নতুন এ সরকার আগামী দিনগুলোকে ইতালিয়ানদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে বলে অঙ্গীকার করেছেন নতুন সরকারের নেতারা।

ওডি/আরএডি

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড