• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদি আরবে সড়ক দুর্ঘটনা : দুই বাংলাদেশিসহ নিহত ৩

  অধিকার ডেস্ক    ২১ মার্চ ২০১৯, ০৯:১৯

মো. সাইফুল ইসলাম (বামে) ও মো. শাহীন (ডানে)
মো. সাইফুল ইসলাম (বামে) ও মো. শাহীন (ডানে) (ছবি: সংগৃহীত)

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. শাহীন ও মো. সাইফুল ইসলাম নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত হয়েছেন মো. খালেদ নামে আরও একজন পাকিস্তানি নাগরিক। এ ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (২০ মার্চ) সৌদি আরবের দাম্মাম মহাসড়কের আল হারুব নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন বাগেরহাটের এবং সাইফুল ফেনী জেলার বাসিন্দা। আহত ব্যক্তির নাম মোহাম্মদ তপন। তিনিও ফেনীর বাসিন্দা।

জানা যায়, ব্যবসায়িক কাজে রিয়াদ থেকে শাহীনের গাড়িতে করে দাম্মাম যাচ্ছিলেন তারা তিনজন। স্থানীয় সময় বেলা ৩টার দিকে রিয়াদের দাম্মামে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে গাড়ির চালক মো. খালেদ, শাহীনসহ দুই বাংলাদেশি নিহত হন।

দুর্ঘটনায় নিহত বাংলাদেশি নাগরিক শাহীন সৌদি আরবে বিনিয়োগকারী ছিলেন। ২০০৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (সিআইপি) হিসেবে ভূষিত হয়েছিলেন তিনি।

এএন

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড