• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেপটাউনে আ. লীগের সহসভাপতি খুন

  অধিকার ডেস্ক

০৩ মার্চ ২০১৯, ০৯:৩১
নিহত
আ. লীগের সহসভাপতি জহিরুল ইসলাম (ছবি : সংগৃহীত)

সাউথ আফ্রিকার কেপটাউনে প্রতিবেশীর ছুরিকাঘাতে জহিরুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি খুন হয়েছেন। শনিবার (২ মার্চ) ক্রাইফনটেইন নামক স্থানে স্থানীয় সময় সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

জহিরুলের গ্রামের বাড়ি শরিয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে।

কেপটাউন থেকে ভিপি বাদল জানিয়েছেন, তুচ্ছ ঘটনায় জহিরুলের সঙ্গে স্থানীয় এক প্রতিবেশীর কথা কাটাকাটি হয়। ঘটনার দিন সকালে প্রতিবেশী মাতাল অবস্থায় জহিরুল ইসলামের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়লে সে জহিরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা জহিরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, জহিরুল ক্রাইফন্টেইনের ওই বাসায় একা বাস করতেন। তিনি প্রায় এক যুগ ধরে কেপটাউনে ব্যবসা বাণিজ্য করে আসছিলেন।

উল্লেখ্য, জহিরুল ইসলাম দক্ষিণ আফ্রিকা আ. লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড