• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইন্দোনেশিয়ায় দোকান থেকে ১৯২ অবৈধ বাংলাদেশি আটক

  অধিকার ডেস্ক    ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৩

ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ায় আটক বাংলাদেশিরা (ছবি: রয়টার্স)

ইন্দোনেশিয়ার একটি দোকান থেকে ১৯২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মেদান শহরের একটি দোকান থেকে তাদের আটক করা হয়।

অভিবাসন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভনে তাদের সেখানে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। কাজের জন্য মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে পর্যটন ভিসায় বালি ও ইওগেকার্তা শহর হয়ে তারা ইন্দোনেশিয়ায় ঢুকেছেন।

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার অভিবাসন প্রধান ফেরি মেনাং সিহিত জানান, আটককৃত বাংলাদেশিরা মানবপাচারের শিকার হয়েছেন। মালয়েশিয়ায় ভালো কাজের সুযোগ দেয়ার কথা বলে তাদের ফাঁদে ফেলে এখানে নিয়ে আসা হয়েছে। উদ্ধারের পর তাদের অভিবাসী আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এখন তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

আটকৃত মাহবুব বলেন, ‘গত তিন মাস ধরে তাদের কয়েকজনকে এভাবে আটকে রাখা হয়েছিল। সবাই প্রতারিত হয়েছেন বলে দাবি করেন তিনি।’

মাহবুব আরও বলেন, ‘আমাদের মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। এজন্যই আমরা বালির উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলাম। এরপর চার দিনের বাস সফর শেষে এখানে পৌঁছাই।’

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড