• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

  অধিকার ডেস্ক    ১১ ডিসেম্বর ২০১৮, ০৯:২৮

ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শ্রমিক
ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শ্রমিক কাজী রতন। (ছবি : সংগৃহীত)

ইতালির রাজধানী রোমে দীর্ঘ চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে হার মানতে বাধ্য হলেন কাজী রতন নামে এক বাংলাদেশি শ্রমিক। সোমবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষ দর্শীরা জানান, গত বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সাইকেলে চড়ে কর্মস্থলে যাওয়ার সময় রোম আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন রতন। এতে মারাত্মক আঘাত পেয়ে জ্ঞান হারান তিনি।

পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে এতেও তার জ্ঞান না ফেরায় অবশেষে সোমবার (১০ ডিসেম্বর) বিকালে মৃত্যুর কাছে পরাজয় বরণ করেন প্রবাসী এ বাংলাদেশি শ্রমিক।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় নিহত রতনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরি কান্দি গ্রামে। দেশে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড