• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিডনিতে সমুদ্রে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

  অধিকার ডেস্ক    ০৪ নভেম্বর ২০১৮, ০৮:২৬

রাহাত বিন মোস্তাফিজ
নিহত রাহাত বিন মোস্তাফিজ (ছবি: রাহাতের ফেসবুক আইডি থেকে সংগৃহীত)

অস্ট্রেলিয়ার সিডনিতে ওয়াটামোলা সমুদ্র সৈকতে ডুবে রাহাত বিন মোস্তাফিজ নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন বাংলাদেশি শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্বেচ্ছাসেবক লাইফগার্ড জর্জ ওর্ডেনেস জানান, সমুদ্র তীরবর্তী উঁচু জায়গা থেকে রাহাতসহ বাকি দুইজন একসঙ্গে লাফ দেন। অনেক উঁচু থেকে লাফ দেওয়ায় এদের তিনজনেরই ফুসফুসে পানি ঢুকে যায়। অন্য দুইজন আপ্রাণ চেষ্টায় পানির ওপরে আসতে পারলেও রাহাত পানিতে তলিয়ে যান।

দুইজনকে বাঁচানো গেলেও আরেকজনকে খুঁজে পেতে দেরি হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে নিকটবর্তী সেন্ট জর্জ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানান স্বেচ্ছাসেবক লাইফগার্ড।

নিহত রাহাতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিহত রাহাত এবং আহত দুই শিক্ষার্থীর বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। তারা তিনজন একসাথে সিডনির ওয়ালি পার্কের একটি বাড়িতে থাকতেন।

বৃহস্পতিবার তারা সবাই মিলে সিডনির রয়্যাল ন্যাশনাল পার্কসংলগ্ন জনপ্রিয় সাঁতার কাটার জায়গা ওয়াটামোলা সৈকততে যান। তারা সবাই সাঁতার জানতেন। তবে সাঁতারে নামার আগেই তারা বেশ ক্লান্ত ছিলেন।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড