• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রে এপিআইএ ভোট মিশিগানের টাউন হল মিটিং অনুষ্ঠিত

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি

১৪ জুন ২০২৩, ১৫:০১
যুক্তরাষ্ট্রে এপিআইএ ভোট মিশিগানের টাউন হল মিটিং অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক সিটির হ্যামট্রামেক হাই স্কুলের কমিউনিটি সেন্টারে এপিআইএর আয়োজনে অনুষ্ঠিত হলো টাউন হল মিটিং। কমিউনিটির মানুষের জন্য তাদের অভিবাসন সংক্রান্ত নানা প্রশ্ন জিজ্ঞাসা এবং কীভাবে মার্কিন নাগরিকত্ব পেতে পারে, কীভাবে স্টুডেন্ট ভিসায় আসা শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হতে পারে এই সকল বিষয় ছিলো মিটিংয়ের মুল প্রতিপাদ্য বিষয়।

গত শনিবার আয়োজিত অনুষ্ঠানে আগত কমিউনিটির বিভিন্ন মানুষের নানা প্রশ্নের উত্তর দেন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নি রেজিনাল্ড পেসি।

এ, পি, আই, এ, ভোট মিশিগান মূলত নাগরিক অধিকার, ভোটার রেজিস্ট্রেশন, স্বাস্থ্য সুরক্ষা, অভিবাসী সম্প্রদায়গুলোর জন্য ন্যায্য অধিকার, কমিউনিটির হেল্পসহ বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজ করে থাকে।

পরিশেষে এ পি আই এর পক্ষ থেকে মিশিগানে বসবাসরত কমিউনিটির মানুষের মধ্যে গৃহস্থালি সামগ্রী, নতুন জামাকাপড় উপহার দেন। অনুষ্ঠানে এ পি আই এর কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

উল্লেখ্য, অনুষ্ঠানটি পরিচালনা করেন এ পি আই এ ভোট মিশিগানের নির্বাহী পরিচালক বাংলাদেশি আমেরিকান রেবেকা ইসলাম।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড