• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিটি রেমিট অ্যাপ- এ রেজিস্ট্রেশন করে তিন প্রবাসীর এয়ার টিকিট জয়

  আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি

১৮ মে ২০২৩, ১১:৩৩
সিটি রেমিট অ্যাপ- এ রেজিস্ট্রেশন করে তিন প্রবাসীর এয়ার টিকিট জয়

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন আয়োজিত বৈশাখী মেলায় এসে সিটি রেমিট অ্যাপ- এ রেজিস্ট্রেশন করে র্যাফেল ড্র-তে কাপল রিটার্ন এয়ার টিকিট জয়ী হলেন তিন প্রবাসী।

প্রথম পুরস্কার জয়ী কুয়ালালামপুর-বালি-কুয়ালালামপুর (রিয়াজ হোসাইন), দ্বিতীয় পুরস্কার, কুয়ালালামপুর-ফুকেট-কুয়ালালামপুর (নূরে আলম সিকদার), তৃতীয় পুরস্কার কুয়ালালামপুর-সিঙ্গাপুর-কুয়ালালামপুর (মো. আসির)। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন আয়োজকরা।

১৩ মে রাজধানী কুয়ালালামপুরের ক্র্যাফট সেন্টারে অনুষ্ঠিত বৈশাখী মেলায় সিবিএল মানি ট্রান্সফার এর তথ্য প্রযুক্তি কর্মকর্তা পাভেল সারওয়ারের পরিচালনায় এই র্যাফেল ড্র-তে উপস্থিত ছিলেন সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাঈদুর রহমান ফারাজী ও অপারেশন ম্যানেজার মো. হাফিজুর রহমান।

এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সিবিএল মানি ট্রান্সফারের সিইও মো. সাঈদুর রহমান ফারাজীর সহধর্মিণী অনন্যা জাহাঙ্গীর, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের সভাপতি নিসার কাদের ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. শঙ্কর চন্দ্র পোদ্দার।

মো. সাঈদুর রহমান ফারাজী মেলায় উপস্থিত সবাইকে সিবিএল মানি ট্রান্সফারের মোবাইল রেমিট্যান্স অ্যাপ “সিটি রেমিট”- এর মাধ্যমে ঘরে বসেই ২৪ ঘণ্টার যে কোনো সময় দেশে টাকা পাঠানোর সুবিধা গ্রহণ করে ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আহ্বান জানান।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার মেলায় "সিটি রেমিট" অ্যাপ- এর স্টল পরিদর্শন করেন।

উল্লেখ্য, বাংলাদেশের সিটি ব্যাংক-এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফার মালয়েশিয়া প্রবাসীদের জন্য নিয়ে এসেছে সিটিরেমিট অ্যাপ। এর মাধ্যমে আপনজনের কাছে টাকা পাঠানো হয়ে গিয়েছে সহজ ও ঝামেলাহীন।

সিটিরেমিট https://www.cbl.fyi/ctr অ্যাপটি ডাউনলোড করে অ্যাপের মাধ্যমে মালয়েশিয়া থেকে দেশে টাকা পৌঁছে যাবে মুহূর্তেই।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড