• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিশিগানে বিএফএএম-র 313 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রেস কনফারেন্স

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি

১০ মে ২০২৩, ১৪:৫৮
মিশিগানে বিএফএএম-র 313 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রেস কনফারেন্স

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে দ্বিতীয় বারের মতো বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন অব মিশিগান বিএফএএম-র 313 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আসর বসতে যাচ্ছে। আগামী ১৪ জুলাই ডেট্রয়েটের জেইন ফিল্ডে স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়াবে এবারের আসর।

গত রবিবার বিকালে ওয়ারেন সিটির দেশী হলে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন অব মিশিগান (বিএফএএম) আয়োজিত সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়ামোদী ও ক্রীড়া সংগঠক শেখর দেব জয়।

আয়োজনটিতে আরও বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, মিশিগান টাইগার ইয়ুথ স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেলোয়ার আনসার, রুমান আহমেদ স্বাগত, পাপ্পু দাশ, জুনেদুল সিদ্দিক, আজমল হোসাইন, মুতাকাব্বির হোসাইন, কৃষ দাশ বাবলু, লিটন সূত্রধর, হুমায়ুন মিয়া, মোহাম্মদ জামান প্রমুখ।

সংবাদ সম্মেলনে শেখর দেব জয় বলেন, গত বছর ফুটবল টুর্নামেন্ট ৮টি দল নিয়ে মাঠে গড়ালেও এবার দল বেড়ে দাঁড়িয়েছে ১৪টি। এবারের ফুটবল আসরে মিশিগানের পাশাপাশি নিউইয়র্ক, ভার্জিনিয়া ও কানাডা থেকে কয়েকটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

ডেট্রয়েটের জেইন ফিল্ডে জুলাইয়ের ১৪, ১৫ ও ১৬ খেলা অনুষ্ঠিত হবে। আয়োজকরা দ্বিতীয় বিএফএএম-র 313 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে সর্বাঙ্গীণ সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

এরই মধ্যে শুরু হয়েছে টুর্নামেন্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং সেটি চলবে ১৮ জুন পর্যন্ত। প্রতিটি দল সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড