• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মালয়েশিয়ায় কারখানায় দুর্ঘটনায় ঝরল বাংলাদেশির প্রাণ

  আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি

০৮ মে ২০২৩, ১০:৫১
মালয়েশিয়ায় কারখানায় দুর্ঘটনায় ঝরল বাংলাদেশির প্রাণ
উদ্ধার অভিযান চলছে (ছবি : অধিকার)

মালয়েশিয়ার একটি কারখানায় ফাইবার টোয়িং মেশিনে আটকা পড়ে সুরুজ আলী (২১) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

গত শনিবার (৬ মে) স্থানীয় সময় সকাল ৭টার দিকে রাজধানী কুয়ালালামপুরের অদূরে শাহ আলম এলাকার কেমুনিং রোডের একটি কারখানায় দুর্ঘটনাটি ঘটে।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা’সহ দেশটির কয়েকটি সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ করা হয়।

এ দুর্ঘটনার বিষয়ে সেলাঙ্গর ফায়ার অপারেশনস সেন্টারের প্রধান জুলফিকার জাফর জানান, শনিবার সকাল ৭টার দিকে তাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শাহ আলম ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের ১০ কর্মকর্তা।

তিনি আরও বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ওই বাংলাদেশি কর্মী কাজ করার সময় একটি ফাইবার টোয়িং মেশিনে আটকা পড়েন।

সেখান থেকে উদ্ধারের পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওএইচ) একটি মেডিক্যাল টিম তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুরুজ আলী ওই মেশিনে কাজ করা অবস্থায় হঠাৎ চিৎকার দেন। শুনতে পেয়ে উদ্ধার করার আগেই তার শরীরের অর্ধেক অংশ মেশিনের ভেতর চলে যায়।

এরপর দ্রুত মেশিনটি বন্ধ করে সুরুজ আলীকে উদ্ধার করলেও, চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সেলাঙ্গর ফায়ার অপারেশনস কর্মকর্তা জুলফিকার জাফর জানান, পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সুরুজ আলীর লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড