• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওমরা করা হলো না তাদের

সৌদির সড়কে ঝরল দুই বাংলাদেশির প্রাণ

  শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)

১৪ মার্চ ২০২৩, ১৪:৩৮
সৌদির সড়কে ঝরল দুই বাংলাদেশির প্রাণ

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে সড়ক দুর্ঘটনায় প্রবাসী মোস্তফা আলী (৫৭) ও মুহাম্মদ ফোরকান (৫০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (১৩ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত মোস্তফা আলী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কাথরিয়া গ্রামের চেয়ারম্যান ইবনে আমিন বাড়ির মৃত হাসমত আলীর দ্বিতীয় পুত্র। নিহত অপর জন চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন ডেমশা ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক দুর্ঘটনায় নিহত মোস্তফা আলীর ভাতিজা সাবের সায়েম।

এ বিষয়ে নিহতের ভাতিজা সাবের সায়েম বলেন, আমার চাচাসহ তারা সৌদি আরবের পবিত্র রওজা শরীফ থেকে জেয়ারত শেষে ওমরা পালনের উদ্দেশ্যে মক্কা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। এ সময় তার আরেক বন্ধু ফোরকানও মারা যান। আমার চাচা মোস্তফা আলী দীর্ঘ ৩৭ বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবনে ছিলেন। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও তিন কন্যা সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মোস্তফা আলীকে সৌদি আরবের পবিত্র জান্নাতুল বাকি নামক স্থানে দাফন করা হবে।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড