• রোববার, ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতালিতে সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওছারকে সংবর্ধনা প্রদান

  ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫২
ইতালিতে সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওছারকে সংবর্ধনা প্রদান

ইউরোপ ইতালির মিলান বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সংবাদ প্রতিদিনের (বিএসপি) ইউরোপ প্রতিনিধি সংবাদ শ্রমিক খ্যাত সিনিয়র সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওছারকে সংবর্ধনা প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ সংবাদ প্রতিদিন.কম’ (বিএসপি)।

বাংলাদেশ সংবাদ প্রতিদিন ২০২২ সালের বার্ষিক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় শ্রেষ্ঠ প্রশিক্ষক মনোনীত হওয়ায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পর্যটন শহর কক্সবাজারের একটি অভিজাত রেস্তোরাঁয় বিএসপি সম্পাদনা পরিষদ তাকে সম্মাননা ক্রেস্টসহ এ সংবর্ধনা প্রদান করেন বলে জানিয়েছেন ‘বাংলাদেশ সংবাদ প্রতিদিনের’ সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আব্দুল্লাহ আল মারুফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক, এস কে আর রহমান, এরশাদুর রহমান, দিদারুল ইসলাম কাজল, রফিকুল ইসলাম, রমজান আলীসহ অনেকে।

ইউরোপ প্রবাসী সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওছার পেশাগত কারণে ইতালির মিলানে বসবাস করলেও একজন সৎ-নিষ্ঠাবান সাংবাদিক হিসাবে সমগ্র ইউরোপ জুড়ে বেশ জনপ্রিয়। প্রবাসে অবস্থান করেও অভিজ্ঞ ও সিনিয়র এ সাংবাদিক দেশের তরুণ সাংবাদিকদের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন।

দেশের মাটি ও মানুষের কল্যাণে দেশপ্রেমিক মনোভাব ও দায়বদ্ধতা থেকে পেশাগত দায়িত্ব পালনে সদা তৎপর থাকেন। তিনি একুশে টিভির ইতালি প্রতিনিধিও।

২০২২ সালের মে মাসে কোভিড প্যানডামিকের সংকটকালীন সময়েও বাংলাদেশ সংবাদ প্রতিদিনের বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধিদের ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওছার সুদূর ইউরোপের দেশ ইতালি থেকে তার মূল্যবান দীর্ঘ সময় ধরে বিএসপি’র সংবাদ কর্মীদের প্রফেশনাল দক্ষতা অর্জন ও মানোন্নয়নে “নিরপেক্ষ সাংবাদিকতার সুফল” বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করে প্রশিক্ষক আইকন হিসাবে সবার হৃদয়ে ঠাঁই করে নিতে সক্ষম হন।

সম্প্রতি তিনি সংক্ষিপ্ত সফরে সপরিবারে দেশে আসলে বিএসপির আয়োজনে অংশগ্রহণ করতে সপরিবারে পর্যটন শহর কক্সবাজারে আসেন। তিনি নব্বইয়ের দশক থেকে সাহিত্যচর্চার মাধ্যমে লেখালেখি ও সাংবাদিকতার এমহান পেশায় কাজ শুরু করেন।

মাদারীপুর জেলার স্থানীয় পত্রিকা সাপ্তাহিক আড়িয়াল খাঁ এবং দৈনিক সুবর্ণগ্রাম এ সংবাদ প্রকাশের মাধ্যমে শুরু হয়েছিল তার পথচলা এরপর দেশের সর্বোচ্চ গণমাধ্যম গুলোতে বিভিন্ন সময়ে কাজ করেছেন। তিনি প্রবাসী বান্ধব টকশো স্পিকার হিসেবেও প্রবাসীদের কাছে বেশ পরিচিত মুখ।

প্রবাসী লাশ সরকারী খরচে দেশে প্রেরণ, প্রবাসী পেনশন প্রদানের আহ্বান এবং প্রবাসী পাসপোর্ট সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়ে প্রবাসীদের ভালোবাসা কুড়িয়েছেন।

তিনি আমৃত্যু প্রবাসী এবং দেশের নির্যাতিত, নিপীড়িত, দুস্থ, অসহায় মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মাননা পেলেও বিএসপির সম্মাননায় ভূষিত হওয়ায় গর্বিত হয়েছেন। এমনকি পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড